কিশোরগঞ্জে ভোর সকালে বাড়ির গেট কেটে ১৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা চুরি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জ শহরে ভর সকালে একটি বাসার গেট কেটে ১৩ ভরি স্বর্ণালংকাসহ টাকা চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির গেট কাটার পর ফ্ল্যাটের দরজার তালা ভেঙে প্রায় নগদ আট লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোর।

 

রবিবার সকাল ১০টা ১৩ মিনিটে শহরের নীলগঞ্জ সড়কে ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পেছনের বাসার দোতলায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসাটির দোতলায় ভাড়া থাকেন আমেনা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মিজানুর রহমান। তিনি এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তার স্ত্রী সন্তানদের নিয়ে দুইদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে গেছেন। খালি বাসা পেয়ে পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের।

 

বাসার সিসিটিভির ফুটেজে, মাথায় সাদা টুপি, হাফহাতা শার্ট ও প্যান্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তিকে গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর ওই ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে আবার বেরিয়ে যায়।

 

মিজানুর রহমান (৩৮) ওই বাসার দোতলা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করেন। তার বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামে।

 

তিনি জানান, বাসার মূল গেট ও বাসার দরজার তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। বাসা থেকে তারা আর কিছুই নেয়নি। আলমারি ভেঙে শুধু স্ত্রীর স্বর্ণালংকার ও নগদ টাকাগুলো নিয়ে গেছে। তবে পুরো বাসার আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়।

 

তিনি আরও জানান, এই স্বর্ণালংকারের দাম বর্তমান বাজারে ২৩ লাখ টাকার মতো হবে। এ চুরির ঘটনায় তিনি কিশোরগঞ্জ মডেল থানায় ওইদিনই একটি মামলা করেছেন। পুলিশ দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলাটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক রবিউল হাসান।

 

আজ সোমবার তদন্ত কর্মকর্তার জানান, পুলিশ সিসি টিভি ফুটেজটি খতিয়ে দেখছে। ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ চুরির সঙ্গে সে একা না, বাসার কাজের লোকেরও সংশ্লিষ্টতা রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।  তিনি বলেন, ওই চোরকে আটক করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

» সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভাঙলেন আমজনতার তারেক

» সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে: আখতার

» হাসপাতালে নেওয়া হলো তারেক রহমানকে

» আ.লীগ ও খুনী হাসিনার বিচার দেশের মানুষ করবে: মীর স্নিগ্ধ

» হেফাজত আমিরের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হুম্মাম কাদেরের

» সেনা আইন নয়, ট্রাইব্যুনালের আইনেই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে: প্রসিকিউটর তামিম

» অনির্দিষ্টকাল কর্মবিরতি, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার

» নিবন্ধন পেতে তারেকের দল আপিল করতে পারে: ইসি সচিব

» ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারি: উপদেষ্টা আসিফ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিশোরগঞ্জে ভোর সকালে বাড়ির গেট কেটে ১৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা চুরি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জ শহরে ভর সকালে একটি বাসার গেট কেটে ১৩ ভরি স্বর্ণালংকাসহ টাকা চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির গেট কাটার পর ফ্ল্যাটের দরজার তালা ভেঙে প্রায় নগদ আট লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোর।

 

রবিবার সকাল ১০টা ১৩ মিনিটে শহরের নীলগঞ্জ সড়কে ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পেছনের বাসার দোতলায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসাটির দোতলায় ভাড়া থাকেন আমেনা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মিজানুর রহমান। তিনি এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তার স্ত্রী সন্তানদের নিয়ে দুইদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে গেছেন। খালি বাসা পেয়ে পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের।

 

বাসার সিসিটিভির ফুটেজে, মাথায় সাদা টুপি, হাফহাতা শার্ট ও প্যান্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তিকে গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর ওই ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে আবার বেরিয়ে যায়।

 

মিজানুর রহমান (৩৮) ওই বাসার দোতলা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করেন। তার বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামে।

 

তিনি জানান, বাসার মূল গেট ও বাসার দরজার তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। বাসা থেকে তারা আর কিছুই নেয়নি। আলমারি ভেঙে শুধু স্ত্রীর স্বর্ণালংকার ও নগদ টাকাগুলো নিয়ে গেছে। তবে পুরো বাসার আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়।

 

তিনি আরও জানান, এই স্বর্ণালংকারের দাম বর্তমান বাজারে ২৩ লাখ টাকার মতো হবে। এ চুরির ঘটনায় তিনি কিশোরগঞ্জ মডেল থানায় ওইদিনই একটি মামলা করেছেন। পুলিশ দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলাটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক রবিউল হাসান।

 

আজ সোমবার তদন্ত কর্মকর্তার জানান, পুলিশ সিসি টিভি ফুটেজটি খতিয়ে দেখছে। ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ চুরির সঙ্গে সে একা না, বাসার কাজের লোকেরও সংশ্লিষ্টতা রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।  তিনি বলেন, ওই চোরকে আটক করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com