টেলিকম সংযোগকে আরও শক্তিশালী করতে একসাথে গ্রামীণফোন, টেলিটক ও ইডটকো

ঢাকা, অক্টোবর ১৯, ২০২৫: দেশব্যাপী টেলিকম সংযোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি মাইলফলক অবকাঠামো শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক, এবং শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো। এই পদক্ষেপ দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

এই সহযোগিতার আওতায় গ্রামীণফোন ও টেলিটক উভয় কোম্পানিকে অবকাঠামোগত সহায়তা প্রদান করবে ইডটকো, যার মাধ্যমে সারাদেশে নেটওয়ার্ক কভারেজ প্রসারিত করতে পারবে তারা। একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে কোম্পানি দুটির পরিচালন, নেটওয়ার্কের দক্ষতা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ সহ কোটি কোটি গ্রাহকের সেবার মান উন্নত হবে; পাশাপাশি আরো সহজলভ্য হবে তাদের সেবা।

 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, টেলিটকের ডেপুটি জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড করপোরেট রিলেশন) এস. এম. লুৎফুল্লাহিল মজিদ এবং ইডটকো বাংলাদেশের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী অয়ন আদনানসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকেন গ্রাহক। এই বিশ্বাস থেকেই এই সহযোগিতা, যা আমাদের সারাদেশে নেটওয়ার্ক কাভারেজ আরও শক্তিশালী করতে এবং প্রতিদিন যে সেবাগুলো আমরা প্রদান করি, তার গুণগত মান উন্নত করতে সহায়তা করবে। এই একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে আমরা আরও দক্ষভাবে কার্যক্রম পরিচালনা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও নিরবচ্ছিন্নভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান করতে পারব।”

 

টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী বলেন, “রাষ্ট্রায়ত্ত অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে সারাদেশে সেবা পৌঁছে দেয়া। আমাদের দক্ষতা বাড়াতে এবং গ্রাহকদের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিত করতে, আমাদের সক্ষমতা বাড়াবে এই সহযোগিতা।”

 

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “ইডটকোতে আমরা সবসময় অপারেটরদের জন্য সম্ভাবনাময় ও টেকসই সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের ভূমিকাকে আরো জোরলো করবে এই চুক্তি, পাশাপাশি দেশব্যাপী টেলিকম সংযোগের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ পাবো আমরা।”

 

তিনটি কোম্পানিরই একটি অভিন্ন লক্ষ্য হচ্ছে ডিজিটালি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ আরও উন্নত সংযোগ ও ডিজিটাল সেবার আওতায় আসেন। ত্রিপক্ষীয় এই চুক্তিটি এই অভিন্ন লক্ষ্যকে আরো সংহত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নির্বাচন বিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

» ‌‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’

» নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় এনসিপির আনন্দ মিছিল

» হঠাৎ মাঝ আকাশে পোড়া গন্ধ, আতঙ্কে উড়োজাহাজের যাত্রীরা!

» নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান

» বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না: আসিফ মাহমুদ

» গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

» দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

» সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

» শরীয়তপুরে ব্র্যাক ব্যাংকের দুটি নতুন সাব-ব্রাঞ্চ চালু

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টেলিকম সংযোগকে আরও শক্তিশালী করতে একসাথে গ্রামীণফোন, টেলিটক ও ইডটকো

ঢাকা, অক্টোবর ১৯, ২০২৫: দেশব্যাপী টেলিকম সংযোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি মাইলফলক অবকাঠামো শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক, এবং শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো। এই পদক্ষেপ দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

এই সহযোগিতার আওতায় গ্রামীণফোন ও টেলিটক উভয় কোম্পানিকে অবকাঠামোগত সহায়তা প্রদান করবে ইডটকো, যার মাধ্যমে সারাদেশে নেটওয়ার্ক কভারেজ প্রসারিত করতে পারবে তারা। একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে কোম্পানি দুটির পরিচালন, নেটওয়ার্কের দক্ষতা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ সহ কোটি কোটি গ্রাহকের সেবার মান উন্নত হবে; পাশাপাশি আরো সহজলভ্য হবে তাদের সেবা।

 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, টেলিটকের ডেপুটি জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড করপোরেট রিলেশন) এস. এম. লুৎফুল্লাহিল মজিদ এবং ইডটকো বাংলাদেশের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী অয়ন আদনানসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকেন গ্রাহক। এই বিশ্বাস থেকেই এই সহযোগিতা, যা আমাদের সারাদেশে নেটওয়ার্ক কাভারেজ আরও শক্তিশালী করতে এবং প্রতিদিন যে সেবাগুলো আমরা প্রদান করি, তার গুণগত মান উন্নত করতে সহায়তা করবে। এই একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে আমরা আরও দক্ষভাবে কার্যক্রম পরিচালনা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও নিরবচ্ছিন্নভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান করতে পারব।”

 

টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী বলেন, “রাষ্ট্রায়ত্ত অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে সারাদেশে সেবা পৌঁছে দেয়া। আমাদের দক্ষতা বাড়াতে এবং গ্রাহকদের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিত করতে, আমাদের সক্ষমতা বাড়াবে এই সহযোগিতা।”

 

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “ইডটকোতে আমরা সবসময় অপারেটরদের জন্য সম্ভাবনাময় ও টেকসই সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের ভূমিকাকে আরো জোরলো করবে এই চুক্তি, পাশাপাশি দেশব্যাপী টেলিকম সংযোগের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ পাবো আমরা।”

 

তিনটি কোম্পানিরই একটি অভিন্ন লক্ষ্য হচ্ছে ডিজিটালি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ আরও উন্নত সংযোগ ও ডিজিটাল সেবার আওতায় আসেন। ত্রিপক্ষীয় এই চুক্তিটি এই অভিন্ন লক্ষ্যকে আরো সংহত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com