পোষা প্রাণীর জন্য বিশ্বের প্রথম স্মার্টফোন ‘পেটফোন’ উন্মোচন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন ‘পেটফোন (PetPhone)’ উন্মোচন করেছে uCloudlink Group–এর সহযোগী প্রতিষ্ঠান GlocalMe। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত IFA 2025–এ এ প্রযুক্তিপণ্যটি “IFA ইনোভেশন অ্যাওয়ার্ড” অর্জন করেছে।

 

পোষ্যদের জন্য যোগাযোগের নতুন দিগন্ত

‘পেটফোন’ কেবল একটি ট্র্যাকিং ডিভাইস নয়— এটি পোষা প্রাণী ও মালিকের মধ্যে দুই দিকের ভয়েস যোগাযোগের সুযোগ দেয়। অর্থাৎ, প্রাণীরা নিজেরাই ভয়েসের মাধ্যমে কল করতে পারে, আর মালিকরা সাড়া দিতে পারেন কথায় বা স্নিগ্ধ সাউন্ডে।

 

এই সুবিধা সম্ভব হয়েছে ডিভাইসটির গ্লোবাল মোবাইল কমিউনিকেশন মডিউল, ছয় স্তরের নির্ভুল পজিশনিং সিস্টেম এবং এআই-ভিত্তিক আচরণ শনাক্তকরণ প্রযুক্তির কারণে। হাঁটতে বের হওয়া, ভ্রমণ কিংবা বাইরে খেলার সময়ও এটি স্থিতিশীল সংযোগ বজায় রাখে— ফলে মালিক ও পোষ্যের মধ্যে ধারাবাহিক আবেগীয় সংযোগ রক্ষা করা যায়।

 

এআই দিয়ে স্বাস্থ্য ও আচরণ পর্যবেক্ষণ

শুধু যোগাযোগ নয়, ডিভাইসটিতে রয়েছে এআই-নির্ভর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা। উচ্চ-নির্ভুলতার মোশন সেন্সর পোষ্যের শারীরিক কার্যকলাপ ও আচরণের পরিবর্তন বিশ্লেষণ করে। এতে মালিকেরা দ্রুত বুঝতে পারেন প্রাণীর উদ্বেগ, স্থূলতা বা শারীরিক অসুস্থতা সংক্রান্ত লক্ষণ।

 

এছাড়া, পেটফোনে রয়েছে ফ্যামিলি-শেয়ারিং কমিউনিটি, যেখানে মালিকেরা অন্য পোষ্য মালিকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং নিজেদের প্রাণীর সামাজিক আচরণও পর্যবেক্ষণ করতে পারেন। এই ডেটা-নির্ভর ও আবেগীয় সংযুক্তির মডেল পোষ্য যত্নে এক নতুন দিগন্ত খুলেছে।

 

নিরাপত্তা ও টেকসই ব্যবহার

প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে পেটফোনে আছে ছয় স্তরের নিরবচ্ছিন্ন অবস্থান ট্র্যাকিং, জিওফেন্স অ্যালার্ট এবং রিমোট ভয়েস গাইডেন্স সুবিধা। যদি পোষ্য কোথাও হারিয়ে যায়, মালিক সহজেই তাদের অবস্থান জানতে ও নির্দেশনা দিতে পারেন। ডিভাইসটি IP67 রেটেড ওয়াটারপ্রুফ, অর্থাৎ বৃষ্টিতে বা পানিতে ভিজলেও ক্ষতি হয় না। এতে রয়েছে ম্যাগনেটিক চার্জিং ইন্টারফেস, যা ব্যবহারে সহজ এবং পোষ্যের সক্রিয় জীবনধারার জন্য উপযোগী।

 

দাম ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য

পেটফোনের দাম ৮৯.৯৯ ডলার (প্রায় ১০,৫০০ টাকা)। এটি শুধু প্রযুক্তিগত ফিচার নয়, পোষা প্রাণীর সঙ্গে আবেগীয় বন্ধন রক্ষার মাধ্যম হিসেবেও কাজ করে।

 

uCloudlink Group–এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ চেন (Jeff Chen) বলেন, “পেটফোন মানুষের সঙ্গে পোষা প্রাণীর ডিজিটাল দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে। এখন শুধু দেখা নয়, শোনাও যাবে।”

 

তিনি আরও বলেন, “দুই দিকের যোগাযোগ, স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সামাজিক সংযোগ— সব একসঙ্গে এনে পেটফোন পোষ্য যত্নের নতুন যুগের সূচনা করেছে।” সূত্র: উবারগিজমো 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জমিজমা নিয়ে বিরোধের জেরে যুবক নিহত

» ‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি’

» গণভোটের চারটি প্রশ্নের একটিতে ‘না’ বলার সুযোগ কোথায়: রিজভী

» আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» সুদের টাকা চাইতে গিয়ে যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা

» ঢাকার ৪৪টি পুকুর ও জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

» মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না

» খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

» গত ৩ বারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নামবে চরম দুর্ভোগ: মিয়া গোলাম পরওয়ার

» রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না: সারজিস আলম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পোষা প্রাণীর জন্য বিশ্বের প্রথম স্মার্টফোন ‘পেটফোন’ উন্মোচন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন ‘পেটফোন (PetPhone)’ উন্মোচন করেছে uCloudlink Group–এর সহযোগী প্রতিষ্ঠান GlocalMe। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত IFA 2025–এ এ প্রযুক্তিপণ্যটি “IFA ইনোভেশন অ্যাওয়ার্ড” অর্জন করেছে।

 

পোষ্যদের জন্য যোগাযোগের নতুন দিগন্ত

‘পেটফোন’ কেবল একটি ট্র্যাকিং ডিভাইস নয়— এটি পোষা প্রাণী ও মালিকের মধ্যে দুই দিকের ভয়েস যোগাযোগের সুযোগ দেয়। অর্থাৎ, প্রাণীরা নিজেরাই ভয়েসের মাধ্যমে কল করতে পারে, আর মালিকরা সাড়া দিতে পারেন কথায় বা স্নিগ্ধ সাউন্ডে।

 

এই সুবিধা সম্ভব হয়েছে ডিভাইসটির গ্লোবাল মোবাইল কমিউনিকেশন মডিউল, ছয় স্তরের নির্ভুল পজিশনিং সিস্টেম এবং এআই-ভিত্তিক আচরণ শনাক্তকরণ প্রযুক্তির কারণে। হাঁটতে বের হওয়া, ভ্রমণ কিংবা বাইরে খেলার সময়ও এটি স্থিতিশীল সংযোগ বজায় রাখে— ফলে মালিক ও পোষ্যের মধ্যে ধারাবাহিক আবেগীয় সংযোগ রক্ষা করা যায়।

 

এআই দিয়ে স্বাস্থ্য ও আচরণ পর্যবেক্ষণ

শুধু যোগাযোগ নয়, ডিভাইসটিতে রয়েছে এআই-নির্ভর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা। উচ্চ-নির্ভুলতার মোশন সেন্সর পোষ্যের শারীরিক কার্যকলাপ ও আচরণের পরিবর্তন বিশ্লেষণ করে। এতে মালিকেরা দ্রুত বুঝতে পারেন প্রাণীর উদ্বেগ, স্থূলতা বা শারীরিক অসুস্থতা সংক্রান্ত লক্ষণ।

 

এছাড়া, পেটফোনে রয়েছে ফ্যামিলি-শেয়ারিং কমিউনিটি, যেখানে মালিকেরা অন্য পোষ্য মালিকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং নিজেদের প্রাণীর সামাজিক আচরণও পর্যবেক্ষণ করতে পারেন। এই ডেটা-নির্ভর ও আবেগীয় সংযুক্তির মডেল পোষ্য যত্নে এক নতুন দিগন্ত খুলেছে।

 

নিরাপত্তা ও টেকসই ব্যবহার

প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে পেটফোনে আছে ছয় স্তরের নিরবচ্ছিন্ন অবস্থান ট্র্যাকিং, জিওফেন্স অ্যালার্ট এবং রিমোট ভয়েস গাইডেন্স সুবিধা। যদি পোষ্য কোথাও হারিয়ে যায়, মালিক সহজেই তাদের অবস্থান জানতে ও নির্দেশনা দিতে পারেন। ডিভাইসটি IP67 রেটেড ওয়াটারপ্রুফ, অর্থাৎ বৃষ্টিতে বা পানিতে ভিজলেও ক্ষতি হয় না। এতে রয়েছে ম্যাগনেটিক চার্জিং ইন্টারফেস, যা ব্যবহারে সহজ এবং পোষ্যের সক্রিয় জীবনধারার জন্য উপযোগী।

 

দাম ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য

পেটফোনের দাম ৮৯.৯৯ ডলার (প্রায় ১০,৫০০ টাকা)। এটি শুধু প্রযুক্তিগত ফিচার নয়, পোষা প্রাণীর সঙ্গে আবেগীয় বন্ধন রক্ষার মাধ্যম হিসেবেও কাজ করে।

 

uCloudlink Group–এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ চেন (Jeff Chen) বলেন, “পেটফোন মানুষের সঙ্গে পোষা প্রাণীর ডিজিটাল দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে। এখন শুধু দেখা নয়, শোনাও যাবে।”

 

তিনি আরও বলেন, “দুই দিকের যোগাযোগ, স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সামাজিক সংযোগ— সব একসঙ্গে এনে পেটফোন পোষ্য যত্নের নতুন যুগের সূচনা করেছে।” সূত্র: উবারগিজমো 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com