অ্যান্ড্রয়েডের নতুন ডেস্কটপ মোডে আরও উন্নত হচ্ছে গুগল ক্রোম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  গুগল ক্রোমে যুক্ত হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন ডেস্কটপ মোডের উন্নত সংস্করণ। ফলে অ্যান্ড্রয়েড ফোনকে বড় পর্দায় সংযুক্ত করলে ব্যবহারকারীরা এখন থেকে প্রায় কম্পিউটারের মতো অভিজ্ঞতা পাবেন।

 

নতুন এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর১ সংস্করণের পরীক্ষামূলক পর্যায়ে আছে। এটি বিশেষ করে গুগলের পিক্সেল ফোনে কাজ করবে, যখন ফোনটি কোনো বড় পর্দা বা মনিটরের সঙ্গে যুক্ত থাকবে।

আগের মতো শুধু স্ক্রিন মিরর না হয়ে এখন অ্যাপগুলো স্বাধীনভাবে একাধিক জানালায় খোলা যাবে। ক্রোমও সে অনুযায়ী পরিবর্তন আনছে। এখন ক্রোম স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সন (কম্পিউটার সংস্করণ) দেখাবে, যাতে ব্যবহারকারীকে আর আলাদাভাবে ‘ডেস্কটপ সাইট’; নির্বাচন করতে না হয়।

 

নতুন আপডেটে ক্রোমে দেখা যাবে ডেস্কটপের মতো সম্পূর্ণ ট্যাব স্ট্রিপ—যেখানে উপরে থাকবে ট্যাব, পাশে থাকবে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ও ক্লোজ বোতাম। এই পরিবর্তনটি আনা হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন উইন্ডোইং এপিআই ব্যবহার করে। এটা ক্রোমকে ডেস্কটপ মোডে আরও আকর্ষণীয় করে তুলেছে।

 

গুগল জানিয়েছে, অনেক ওয়েবসাইট বড় পর্দার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। কিন্তু কিছু ওয়েবসাইট এখনও মোবাইল সংস্করণেই থাকে। এই সমস্যা সমাধানে ক্রোম এখন এমনভাবে আপডেট হচ্ছে, যাতে বড় পর্দায় ব্যবহার করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপ সংস্করণ চালু করে। ডেমো ভিডিওতে দেখা গেছে—ইউটিউব ডেস্কটপ মোডে নীচের নেভিগেশন বারের পরিবর্তে পাশে ট্যাব দেখাচ্ছে, আর রেডিটের সার্চবার বড় হয়ে ডেস্কটপের মতো পূর্ণ বিন্যাসে প্রদর্শিত হচ্ছে।

 

গুগলের মতে, এই আপডেটের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বড় পর্দায় আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ওয়েব ব্রাউজিং উপভোগ করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জমিজমা নিয়ে বিরোধের জেরে যুবক নিহত

» ‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি’

» গণভোটের চারটি প্রশ্নের একটিতে ‘না’ বলার সুযোগ কোথায়: রিজভী

» আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» সুদের টাকা চাইতে গিয়ে যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা

» ঢাকার ৪৪টি পুকুর ও জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

» মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না

» খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

» গত ৩ বারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নামবে চরম দুর্ভোগ: মিয়া গোলাম পরওয়ার

» রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না: সারজিস আলম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অ্যান্ড্রয়েডের নতুন ডেস্কটপ মোডে আরও উন্নত হচ্ছে গুগল ক্রোম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  গুগল ক্রোমে যুক্ত হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন ডেস্কটপ মোডের উন্নত সংস্করণ। ফলে অ্যান্ড্রয়েড ফোনকে বড় পর্দায় সংযুক্ত করলে ব্যবহারকারীরা এখন থেকে প্রায় কম্পিউটারের মতো অভিজ্ঞতা পাবেন।

 

নতুন এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর১ সংস্করণের পরীক্ষামূলক পর্যায়ে আছে। এটি বিশেষ করে গুগলের পিক্সেল ফোনে কাজ করবে, যখন ফোনটি কোনো বড় পর্দা বা মনিটরের সঙ্গে যুক্ত থাকবে।

আগের মতো শুধু স্ক্রিন মিরর না হয়ে এখন অ্যাপগুলো স্বাধীনভাবে একাধিক জানালায় খোলা যাবে। ক্রোমও সে অনুযায়ী পরিবর্তন আনছে। এখন ক্রোম স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সন (কম্পিউটার সংস্করণ) দেখাবে, যাতে ব্যবহারকারীকে আর আলাদাভাবে ‘ডেস্কটপ সাইট’; নির্বাচন করতে না হয়।

 

নতুন আপডেটে ক্রোমে দেখা যাবে ডেস্কটপের মতো সম্পূর্ণ ট্যাব স্ট্রিপ—যেখানে উপরে থাকবে ট্যাব, পাশে থাকবে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ও ক্লোজ বোতাম। এই পরিবর্তনটি আনা হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন উইন্ডোইং এপিআই ব্যবহার করে। এটা ক্রোমকে ডেস্কটপ মোডে আরও আকর্ষণীয় করে তুলেছে।

 

গুগল জানিয়েছে, অনেক ওয়েবসাইট বড় পর্দার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। কিন্তু কিছু ওয়েবসাইট এখনও মোবাইল সংস্করণেই থাকে। এই সমস্যা সমাধানে ক্রোম এখন এমনভাবে আপডেট হচ্ছে, যাতে বড় পর্দায় ব্যবহার করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপ সংস্করণ চালু করে। ডেমো ভিডিওতে দেখা গেছে—ইউটিউব ডেস্কটপ মোডে নীচের নেভিগেশন বারের পরিবর্তে পাশে ট্যাব দেখাচ্ছে, আর রেডিটের সার্চবার বড় হয়ে ডেস্কটপের মতো পূর্ণ বিন্যাসে প্রদর্শিত হচ্ছে।

 

গুগলের মতে, এই আপডেটের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বড় পর্দায় আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ওয়েব ব্রাউজিং উপভোগ করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com