সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সাংবাদিকদের নিরাপত্তা চাই–স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই’- এই স্লোগানে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দাবি করে বুধবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও সদর থেকে আগত সংবাদকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন গণমাধ্যমের পেশাজীবী সাংবাদিকরা সংহতি জানান।

মানববন্ধন শেষে ৪ দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুর রউফ, কার্যকরী সদস্য জয়ন্তী দেওয়ান, গাজী টিভির প্রতিনিধি হলোপ্রু মারমা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জ্যাক এিপুরা প্রমুখ কর্মসূচিতে বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নানা ধরনের বাধার ঘটনা বাড়ছে, যা মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও জবাবদিহিতা বিপন্ন হবে।

 

বক্তব্যে আরও বলা হয়, সংবিধানে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

 

কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ করা, হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি’

» গণভোটের চারটি প্রশ্নের একটিতে ‘না’ বলার সুযোগ কোথায়: রিজভী

» আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» সুদের টাকা চাইতে গিয়ে যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা

» ঢাকার ৪৪টি পুকুর ও জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

» মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না

» খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

» গত ৩ বারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নামবে চরম দুর্ভোগ: মিয়া গোলাম পরওয়ার

» রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না: সারজিস আলম

» চীনে হাজার টনের নতুন স্বর্ণখনি সন্ধান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সাংবাদিকদের নিরাপত্তা চাই–স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই’- এই স্লোগানে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দাবি করে বুধবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও সদর থেকে আগত সংবাদকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন গণমাধ্যমের পেশাজীবী সাংবাদিকরা সংহতি জানান।

মানববন্ধন শেষে ৪ দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুর রউফ, কার্যকরী সদস্য জয়ন্তী দেওয়ান, গাজী টিভির প্রতিনিধি হলোপ্রু মারমা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জ্যাক এিপুরা প্রমুখ কর্মসূচিতে বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নানা ধরনের বাধার ঘটনা বাড়ছে, যা মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও জবাবদিহিতা বিপন্ন হবে।

 

বক্তব্যে আরও বলা হয়, সংবিধানে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

 

কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ করা, হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com