ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। তারা চায় বাংলাদেশে বিশৃঙ্খলা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।
এর আগে এদিন বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় ভাকুর্তা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনা পালায় না বললেও একদিনে চৌদ্দগুষ্টিসহ ভারতে পালিয়ে গেছে। তারা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করেছে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে আসবে।







