ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বলেন, ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাবো না, অবশ্যই সেখানে পৌঁছাবো।
আজ সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে এই বার্তা দেন তিনি।
শহিদুল আলম বলেন, আমরা গতকাল (মঙ্গলবার) ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন ঝড় কমেছে। ঝড়ের আগেই যাওয়ার জন্য জাহাজের ক্যাপ্টেন দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা সুমুদ ফ্লোটিলার একেবারে শেষ অংশে আছি। এর আগের ফ্লোটিলাগুলো ইতোমধ্যেই গাজার কাছে পৌঁছে গেছে। সামনের দিকে যেগুলো ছিল, গতকাল রাতে ইসরায়েলি হানাদার বাহিনী আক্রমণ করেছিল।
তিনি আরও বলেন, কিন্তু আমাদের জাহাজ এখনও সেই জায়গায় পৌঁছায়নি। গতকাল সমুদ্রে তুরস্কের একটি নৌজাহাজ দেখেছিলাম, সেটি দূরেই ছিল। তবে আজকে কারা জানি না। কিন্তু আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি। সেখানে অবশ্যই পৌঁছাবো। ইসরায়েলের আক্রমণে কোনো কারণেই কোনোভাবেই পেছনে যাবো না। এখন সমুদ্র উত্তপ্ত, ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃষ্টি থেমে গেছে। আমরা আমাদের মতো চলবো।