আসন্ন নির্বাচনে সৎ প্রার্থী বিজয়ে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনে দলীয় এমপি প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আলেম সমাজের ঐক্য ও সক্রিয় ভূমিকার মাধ্যমেই দেশে সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আলেমরা বদ্ধপরিকর।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি অডিটোরিয়ামে পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় অংশ নেন এলাকার আলেমে দ্বীন, ইমাম ও ইসলামি নেতারা।

ড. হেলাল বলেন, দেশের সাহসী তরুণদের ত্যাগ আমাদের পথ দেখিয়েছে। আমরা তাদের রক্তের পথ ধরে একটি বৈষম্যহীন, ন্যায়ের রাষ্ট্র গড়তে চাই। আলেম সমাজ ঐতিহাসিকভাবে এই পরিবর্তনের সঙ্গে জড়িত। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এমপিরা কোনো প্রকার সরকারি গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবে না। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কঠোর অবস্থান নেওয়া হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট ও জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।

 

জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াত নিজে দুর্নীতিতে জড়াবে না, কাউকেও দুর্নীতি করতে দেবে না। আমাদের আদর্শ হলো ইনসাফ, কল্যাণ এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠা। এই লক্ষ্যেই আমরা আলেম সমাজের ঐক্য ও সহযোগিতা চাই।

 

সভায় প্রধান আলোচক ছিলেন মুফতি মাওলানা ড. জাকারিয়া নুর। তিনি বলেন, বাংলাদেশে যখনই আলেম সমাজ দ্বীনি ঐক্যে আসে, তখনই ইসলামবিদ্বেষী শক্তি অপপ্রচারে মেতে ওঠে। শাপলা চত্বরে যা হয়েছিল, তা ছিল ইসলামের পথরোধেরই চেষ্টা

তিনি আরও বলেন, জামায়াতের প্রতি আলেম সমাজের আস্থা দিন দিন বাড়ছে। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ে আলেমদের ঐক্য ও ভূমিকা অপরিহার্য। আমরা সেই ঐক্য চাই।

সভায় সভাপতিত্ব করেন পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমদ খান। সঞ্চালনায় ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পল্টন থানা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুল আফসার, মো. আল-আমীন রাসেল, এবং বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব কাজি মাওলানা ইকবাল হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জমিজমা নিয়ে বিরোধের জেরে যুবক নিহত

» ‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি’

» গণভোটের চারটি প্রশ্নের একটিতে ‘না’ বলার সুযোগ কোথায়: রিজভী

» আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» সুদের টাকা চাইতে গিয়ে যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা

» ঢাকার ৪৪টি পুকুর ও জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

» মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না

» খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

» গত ৩ বারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নামবে চরম দুর্ভোগ: মিয়া গোলাম পরওয়ার

» রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না: সারজিস আলম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আসন্ন নির্বাচনে সৎ প্রার্থী বিজয়ে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনে দলীয় এমপি প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আলেম সমাজের ঐক্য ও সক্রিয় ভূমিকার মাধ্যমেই দেশে সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আলেমরা বদ্ধপরিকর।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি অডিটোরিয়ামে পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় অংশ নেন এলাকার আলেমে দ্বীন, ইমাম ও ইসলামি নেতারা।

ড. হেলাল বলেন, দেশের সাহসী তরুণদের ত্যাগ আমাদের পথ দেখিয়েছে। আমরা তাদের রক্তের পথ ধরে একটি বৈষম্যহীন, ন্যায়ের রাষ্ট্র গড়তে চাই। আলেম সমাজ ঐতিহাসিকভাবে এই পরিবর্তনের সঙ্গে জড়িত। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এমপিরা কোনো প্রকার সরকারি গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবে না। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কঠোর অবস্থান নেওয়া হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট ও জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।

 

জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াত নিজে দুর্নীতিতে জড়াবে না, কাউকেও দুর্নীতি করতে দেবে না। আমাদের আদর্শ হলো ইনসাফ, কল্যাণ এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠা। এই লক্ষ্যেই আমরা আলেম সমাজের ঐক্য ও সহযোগিতা চাই।

 

সভায় প্রধান আলোচক ছিলেন মুফতি মাওলানা ড. জাকারিয়া নুর। তিনি বলেন, বাংলাদেশে যখনই আলেম সমাজ দ্বীনি ঐক্যে আসে, তখনই ইসলামবিদ্বেষী শক্তি অপপ্রচারে মেতে ওঠে। শাপলা চত্বরে যা হয়েছিল, তা ছিল ইসলামের পথরোধেরই চেষ্টা

তিনি আরও বলেন, জামায়াতের প্রতি আলেম সমাজের আস্থা দিন দিন বাড়ছে। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ে আলেমদের ঐক্য ও ভূমিকা অপরিহার্য। আমরা সেই ঐক্য চাই।

সভায় সভাপতিত্ব করেন পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমদ খান। সঞ্চালনায় ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পল্টন থানা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুল আফসার, মো. আল-আমীন রাসেল, এবং বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব কাজি মাওলানা ইকবাল হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com