ছবি: সংগৃহীত
রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের ১ দফা দাবিতে বিক্ষোভ করছেন তারা।
আজ দুপুর ১০টার দিকে নিউমার্কেট ওভারব্রিজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করেন তারা।
ঢাকা কলেজ শিক্ষার্থী সাগর বলেন, আমরা দীর্ঘ চার মাস ধরে এই বিষয়টির সিদ্ধান্ত চাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার মেনে নেওয়ার আশ্বাস দিয়েও কোনো সমাধান দেয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবরোধ ছাড়ব না।
এদিকে, বৃষ্টিতে ভিজে কয়েকশো শিক্ষার্থী নীলক্ষেত অবরোধ করেছেন। শিক্ষার্থীরা ওভারব্রিজে জড়ো হওয়ার পর থেকে বৃষ্টি হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে পুলিশ।