ফাইল ছবি
১৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ বার কাউন্সিলের অত্যাধুনিক ভবনের উদ্বোধন করা হবে আগামী ১৬ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের সঙ্গে লাগানো ভবনটির উদ্বোধন করবেন।
শনিবার (৭ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোখলেছুর রহমান বাদল। ‘তিনি বলেন, আগামী ১৬ অক্টোবর অত্যাধুনিক ভবনটির উদ্বোধন করা হবে। এখানে আইনজীবীদের গুরুত্বপূর্ণ সব নথি সংরক্ষণ করা হয়। সারাদেশ থেকে আগত আইনজীবীদের থাকার গেস্টরুম আছে এখানে। লিফটসহ সব ধরনের সুবিধা সম্বলিত ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪২ কোটি টাকা। প্রধানমন্ত্রী এসব টাকা দিয়েছেন।
মোখলেছুর রহমান বাদল বলেন, করোনার সময় ২০২০ সালে ভবনটি নির্মাণের কাজ শুরু হয়ে। সম্প্রতি কাজ শেষ হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইনজীবীদের জন্য এতো বড় একটি ভবন নির্মাণ করা হলো। আইনজীবীদের নেতাদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভবনটি করে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।
সূূএ:ঢাকা মেইল ডটকম