১৪তম বছরে বিক্রয় : ৭ কোটি ক্রেতা ও বিক্রেতার কমিউনিটিকে ক্ষমতায়নের যাত্রা অব্যাহত

বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়, এই মাসে তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রযুক্তির মাধ্যমে ব্যবসাকে সবার কাছে সহজলভ্য করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা বিক্রয় আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। এক যুগেরও বেশি সময় ধরে বিক্রয় বদলে দিয়েছে বাংলাদেশের কেনাবেচার ধারা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুই কোটির বেশি বিক্রেতা পাঁচ কোটিরও বেশি সম্ভাব্য ক্রেতার সঙ্গে যুক্ত হয়েছেন।

২০১২ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা বিক্রয় দ্রুতই বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত একটি নাম এবং অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে ওঠে। শুরু থেকেই বিক্রয় দারুণ অগ্রগতি ও উদ্ভাবনের পথে এগিয়েছে। ২০১৩ সালে বিক্রয় দেশের সেরা ১০টি জনপ্রিয় ওয়েবসাইটের একটি হিসেবে স্বীকৃতি পায়, আর ২০১৯ সালে পৌঁছে ব্রেক-ইভেনের গুরুত্বপূর্ণ মাইলফলকে। সময়ের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মটি অর্জন করেছে বিভিন্ন সম্মাননা, যার মধ্যে রয়েছে ২০১৬ সালের “সেরা অনলাইন ক্লাসিফায়েড ওয়েবসাইট” পুরস্কার এবং একাধিকবার “দ্বিতীয় সর্বাধিক পছন্দের ই-কমার্স ব্র্যান্ড” নির্বাচিত হওয়ার গৌরব। ৩০,০০০-এরও বেশি মেম্বারদের সেবা প্রদানকারী বিক্রয়, দেশের উদ্যোক্তা ও ছোট ব্যবসাগুলোর বিকাশে নিরলসভাবে সহায়তা করে আসছে।

বিক্রয় শুধু একটা কেনাবেচার জায়গা নয়; এটা এমন একটি প্ল্যাটফর্ম, যা সারা দেশে বাণিজ্যকে উৎসাহিত করে এবং মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করে। এটি বাংলাদেশে প্রথমবারের মতো কোরবানির পশু অনলাইনে বিক্রির সূচনা করেছিল, যা এবার অষ্টম বছরে পা রেখেছে। পাশাপাশি, এটি দেশের প্রথম অনলাইন প্রপার্টি, ফার্নিচার এবং গাড়ির মেলাও চালু করে। মোবাইল, ইলেকট্রনিকস, যানবাহন ও প্রপার্টির মতো জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মাধ্যমে বিক্রয় মানুষের নিকটবর্তী প্রয়োজনীয় পণ্য খুঁজে পাওয়াকে করে তুলেছে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।

বিক্রয়-এর মূল প্রতিষ্ঠান সল্টসাইড টেকনোলজিস-এর সিওও শাইফ মোহামেদ বলেন, “বিক্রয়-এর ১৩ বছর পূর্ণ হওয়া আমাদের সবার জন্যই এক গর্বের মুহূর্ত। প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিটি মানুষকে সহজলভ্য, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সক্ষম করে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নের পথে আমাদের পাশে ছিলেন আমাদের বিশ্বস্ত ব্যবহারকারী ও সহযোগীরা। তাঁদের অবিচল সমর্থন ও আস্থার ফলেই আজকের এই গতিশীল ক্রেতা-বিক্রেতা কমিউনিটি গড়ে উঠেছে। আমরা তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ভবিষ্যতে বিক্রয় উদ্ভাবন, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং নিরাপত্তার ওপর জোর দিয়ে আরও এগিয়ে যেতে চায়। খুব শিগগিরই প্ল্যাটফর্মটিতে যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক বিভিন্ন ফিচার, যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি এবং বিজ্ঞাপন রিভিউ-এ প্রতারক শনাক্ত করার মতো উন্নত ব্যবস্থা। সম্প্রতি ক্রেতাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে বিক্রয় দুটি বিশেষায়িত পোর্টাল – PropertyGuide Bangladesh এবং MotorGuide Bangladesh চালু করে।

১৪তম বছরে পদার্পণ করে বিক্রয় বাংলাদেশের মানুষের জন্য আরও নির্ভরযোগ্য কেনাবেচা ও চাকরির প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং কোটি কোটি ব্যবহারকারীর আস্থা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্যোশাল মিডিয়ায় ‘ইন্নালিল্লাহ’ লিখে বিমানবন্দরে কাঁদলেন নোরা ফতেহি

» ১০ লাখ চাঁদা দাবির অভিযোগ বৈষম্যবিরোধী দুই নেতার বিরুদ্ধে, অডিও ফাঁস

» শুধুই নিজেকে খোঁজা

» থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

» হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» বোচাগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

» চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

» দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

» বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১জন যাত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১৪তম বছরে বিক্রয় : ৭ কোটি ক্রেতা ও বিক্রেতার কমিউনিটিকে ক্ষমতায়নের যাত্রা অব্যাহত

বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়, এই মাসে তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রযুক্তির মাধ্যমে ব্যবসাকে সবার কাছে সহজলভ্য করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা বিক্রয় আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। এক যুগেরও বেশি সময় ধরে বিক্রয় বদলে দিয়েছে বাংলাদেশের কেনাবেচার ধারা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুই কোটির বেশি বিক্রেতা পাঁচ কোটিরও বেশি সম্ভাব্য ক্রেতার সঙ্গে যুক্ত হয়েছেন।

২০১২ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা বিক্রয় দ্রুতই বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত একটি নাম এবং অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে ওঠে। শুরু থেকেই বিক্রয় দারুণ অগ্রগতি ও উদ্ভাবনের পথে এগিয়েছে। ২০১৩ সালে বিক্রয় দেশের সেরা ১০টি জনপ্রিয় ওয়েবসাইটের একটি হিসেবে স্বীকৃতি পায়, আর ২০১৯ সালে পৌঁছে ব্রেক-ইভেনের গুরুত্বপূর্ণ মাইলফলকে। সময়ের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মটি অর্জন করেছে বিভিন্ন সম্মাননা, যার মধ্যে রয়েছে ২০১৬ সালের “সেরা অনলাইন ক্লাসিফায়েড ওয়েবসাইট” পুরস্কার এবং একাধিকবার “দ্বিতীয় সর্বাধিক পছন্দের ই-কমার্স ব্র্যান্ড” নির্বাচিত হওয়ার গৌরব। ৩০,০০০-এরও বেশি মেম্বারদের সেবা প্রদানকারী বিক্রয়, দেশের উদ্যোক্তা ও ছোট ব্যবসাগুলোর বিকাশে নিরলসভাবে সহায়তা করে আসছে।

বিক্রয় শুধু একটা কেনাবেচার জায়গা নয়; এটা এমন একটি প্ল্যাটফর্ম, যা সারা দেশে বাণিজ্যকে উৎসাহিত করে এবং মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করে। এটি বাংলাদেশে প্রথমবারের মতো কোরবানির পশু অনলাইনে বিক্রির সূচনা করেছিল, যা এবার অষ্টম বছরে পা রেখেছে। পাশাপাশি, এটি দেশের প্রথম অনলাইন প্রপার্টি, ফার্নিচার এবং গাড়ির মেলাও চালু করে। মোবাইল, ইলেকট্রনিকস, যানবাহন ও প্রপার্টির মতো জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মাধ্যমে বিক্রয় মানুষের নিকটবর্তী প্রয়োজনীয় পণ্য খুঁজে পাওয়াকে করে তুলেছে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।

বিক্রয়-এর মূল প্রতিষ্ঠান সল্টসাইড টেকনোলজিস-এর সিওও শাইফ মোহামেদ বলেন, “বিক্রয়-এর ১৩ বছর পূর্ণ হওয়া আমাদের সবার জন্যই এক গর্বের মুহূর্ত। প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিটি মানুষকে সহজলভ্য, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সক্ষম করে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নের পথে আমাদের পাশে ছিলেন আমাদের বিশ্বস্ত ব্যবহারকারী ও সহযোগীরা। তাঁদের অবিচল সমর্থন ও আস্থার ফলেই আজকের এই গতিশীল ক্রেতা-বিক্রেতা কমিউনিটি গড়ে উঠেছে। আমরা তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ভবিষ্যতে বিক্রয় উদ্ভাবন, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং নিরাপত্তার ওপর জোর দিয়ে আরও এগিয়ে যেতে চায়। খুব শিগগিরই প্ল্যাটফর্মটিতে যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক বিভিন্ন ফিচার, যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি এবং বিজ্ঞাপন রিভিউ-এ প্রতারক শনাক্ত করার মতো উন্নত ব্যবস্থা। সম্প্রতি ক্রেতাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে বিক্রয় দুটি বিশেষায়িত পোর্টাল – PropertyGuide Bangladesh এবং MotorGuide Bangladesh চালু করে।

১৪তম বছরে পদার্পণ করে বিক্রয় বাংলাদেশের মানুষের জন্য আরও নির্ভরযোগ্য কেনাবেচা ও চাকরির প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং কোটি কোটি ব্যবহারকারীর আস্থা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com