রুখসানা রিমি :
হয়তো তুমি বুঝবে না-
আমি কেনো বৃক্ষ দিয়ে শীতল করি
ক্লান্ত পথিকের প্রাণ।
হয়তো তুমি বুঝবে না-
আমি কেনো বেদনা খুঁজি ঝরাফুলে।
হয়তো তুমি বুঝবে না-
কৃষকের হালের গরু মারা গেলে
আমি কেনো কষ্ট পাই।
হয়তো তুমি বুঝবে না-
আমি কেনো ভালবাসি ভোরের
শিশিরে ভেজা কিশোরীর নগ্ন পা।
হয়তো তুমি বুঝবে না-
শিশুদের মাঝে কেনো ভালবাসা খুঁজি।
হয়তো তুমি বুঝবে না-
ভালবাসা দূরে গেলে কেনো আমি কাঁদি।
হয়তো তুমি বুঝবে না-
এতো দুঃসহ বিরহ দিলেও ঘুরে ফিরে
তোমাকেই কেনো এতো ভালবাসি।
হয়তো তুমি ভালবাসা-ই বোঝোনি!
তোমার ভালবাসা প্রাপ্তির ব্যাকুলতা।
দানের ভালবাসা তুমি কী করে বুঝবে?
Facebook Comments Box