রুখসানা রিমি:
হৃদয়ের বারান্দায় জোসনার লুকোচুরি
সবুজ পাতার ফাঁকে চুইয়ে চুইয়ে পড়ছে
পাখিরা ঘুমাোচ্ছে বিষাদের গোধূলি ফেলে
জোনাকিরা হেসে কুটি কুটি হলুদের বনে
তবুও অনুরাগ আসে না বিষন্ন প্রহরে
ভালোবেসে বলে না, বন্ধু হাসো না কেন?
হৃদয়ের আঙ্গিনায় কষ্টগুলো উন্মত্ত খেলছে
সুখের স্মৃতিগুলো চলে যাচ্ছে ধীরে ধীরে
শোকের আড়ালে। মাঝরাতের ক্লান্ত মাঝি
তবুও ফেরে না পারাপারের আনন্দ মেখে
কুয়াশা জানে না তবু তারে ভালবাসি কেন?
হৃদয়ের বারান্দায় দূর্বাদল নিস্তেজ ঝিমোচ্ছে
পথিকের শিশিরসিক্ত পায়ের আওয়াজে
ঘুম ভাঙ্গে না এখন আর সুরেলা কোকিলের
শীর্ণখোঁপায় প্রজাপতি নেচে নেচে বলে তাই
বন্ধু আগের মত ফুলের ঘ্রাণ নাও না কেন?