উচ্চতায় খাটো বলে অনেক মেয়ের মধ্যেই আত্মবিশ্বাসের অভাব চোখে পড়ে। পোশাক নির্বাচনের সময়েও তারা বেশ খুঁতখুঁত করেন। এমন অনেকেই আছেন, যারা হিল পরলে তবেই আত্মবিশ্বাস ফিরে পান! হিল ছাড়া লম্বা দেখানো যায় না, এই ধারণা ভুল। যারা হিল পরতে স্বচ্ছন্দবোধ করেন না, তাদেরও কিন্তু পোশাক নির্বাচনের সময়ে কিছু ফন্দি-ফিকির মেনে চললে লম্বা দেখাবে! জেনে নিন সেগুলো কী কী।
একরঙা পোশাক
খুব বেশি রংচঙে পোশাক না পরে পছন্দসই একটি রঙের পোশাক বেছে নিন। অনেকেই মনে করেন, উচ্চতায় ছোট এমন নারীদের গাউন পরলে আরো বেটে লাগে। তবে একরঙা একটি গাউনের সঙ্গে একটি উঁচু করে বাঁধা খোপা কিংবা পনিটেল করে নিলেই আপনাকে লম্বা দেখাবে। গাঢ় রঙের পোশাক পরুন।
টিশার্ট কিংবা শার্ট গুঁজে পরুন : রোজকার স্বচ্ছন্দের পোশাক বাছতে হলে অল্পবয়সি মেয়েদের প্রথম পছন্দ জিন্সের সঙ্গে শার্ট কিংবা টিশার্ট! একটু লম্বা দেখাতে চাইলে জিন্স কিংবা প্যান্টের ভেতর টিশার্টটি গুঁজে পরুন।
উল্লম্ব স্ট্রাইপযুক্ত পোশাক : শার্ট হোক কিংবা ড্রেস, পোশাক নির্বাচনের সময়ে চেষ্টা করুন উল্লম্ব স্ট্রাইপযুক্ত জামা কেনার। এই প্রকার পোশাকেও লম্বা দেখাবে।
হাই ওয়েস্ট জিন্স : নিজের উচ্চতা নিয়ে চিন্তায় থাকলে আলমারিতে কিছু পরিবর্তন আনলেই সেই সমস্যার সমাধান হতে পারে। জিন্স তো সবারই প্রিয় পোশাক, তবে উচ্চতা নিয়ে চিন্তা থাকলে সাধারণ জিন্সের পরিবর্তে হাই ওয়েস্ট জিন্স পরুন। হাই ওয়েস্ট জিন্সের সঙ্গে একটি ক্রপ টপ পরলে আপনাকে লম্বা দেখাবে। তাই আলমারিতে একটি নীল ও একটি কালো হাই ওয়েস্ট জিন্স থাকলেই যথেষ্ট।
উঁচুতে চুল বাঁধুন : কেবল পোশাকেই নয়, লম্বা দেখাতে চাইলে চুলের বাঁধনেও পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে সাধারণ উচ্চতার তুলনায় একটু উঁচুতে পনিটেল বা খোঁপা করুন। এই টোটকা আপনার গোটা সাজে বেশ খানিকটা উচ্চতা যোগ করবে।
ন্যুড রঙের জুতা পরুন : জুতার সংগ্রহে একটি ন্যুড রঙের জুতা রাখতেই পারেন। এই জুতা কেবল আপনার সাজে আলাদা মাত্রা আনবে তা নয়, এই প্রকার জুতায় আপনাকে লম্বাও দেখাবে