হয়তো চিনতে পারিনি!!

গাছের চারা রোপণের পর দিন শেষেই শুরু হয় চারা গাছের রদবদল প্রকৃতির নিয়ম অনুযায়ী এই পরিবর্তন দেখা যায় এটা মহান আল্লাহর হুকুম মেনে পরিবর্তন আসে কিন্তু মানুষ, মানুষের কাছে সবসময় এক রকমের হয় না আর এটা কখনোই হবার নয়।চেনা মুখগুলো হঠাৎ করে রং পাল্টাচ্ছে লাল থেকে নীল-নীল থেকে সবুজ,হলুদ থেকে-কমলা,
আকাশী থেকে বেগুনী এভাবেই হাজার রংয়ে বদলে যাচ্ছে আমাদের সমাজের প্রতিটি মানুষ।


এই পৃথিবীতে পাল্টে যাওয়া মানুষ শুধুমাত্র একজন নয়,দলে দলে সবাই পাল্টাচ্ছে!আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়া দেখতে পেয়ে কারন ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠছে আমার কাছে!আমি কাঁদতে পারিনি তবুও আমি মুগ্ধ হয়ে দুচোখে অশ্রু নিয়ে রঙের খেলা দেখেছি!কেননা মাঝে মাঝে কষ্টটাকেও উপভোগ করতে জানতে হয়!কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না,তবুও মনের অজান্তেই তারা হারিয়ে যায়। আবার কিছু সম্পর্ক আমরা হাজার চেষ্টা করে ধরে রাখতে চাই। কিন্তু সেসব সম্পর্ক আমাদের মুঠো থেকে বের হয়ে যায়।আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।কিছু সম্পর্ক হয় ক্ষণিকের

বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর থেকেই ভালো লাগে,দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক। কিন্তু কাছে আসলে
ভালো লাগা ধীরে ধীরে কমতে থাকে।

কিছু সম্পর্ক হয় ছাঁয়ার মতো,ধরতে গেলেই তাকে ধরা যায় না।সম্পর্ক গড়ে,সম্পর্ক ভাংগে,মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে সাথে মানুষগুলো বদলায় সাথে সাথে সম্পর্কও বদলায়,আসলেই কি সব সম্পর্ক বদলায়?সম্ভবত না।সীমাশূন্য-অনিয়ন্ত্রিত ভালোবাসা,লক্ষ লক্ষ অনুভূতি,হাজার হাজার ভাবনা,শত শত স্মৃতি,সবই কি একজনকে ঘিরে?ভাবতেই অবাক লাগে,অবাক হবার পর আবার একসময় ভালোও লাগে।জীবনে তখনই খুব খারাপ অনুভূতি হতে থাকে যখন আমি কিংবা আপনি আর অন্য কাউকে ভালবাসতে পারেননা,কারন আপনার মন এখনও তার জন্যই কাঁদে যে একদিন আপনার মন ভেঙ্গেছে।

তিক্ত বিচ্ছেদ, আবার মূহুর্তের মধ্যে মানুষের রূপ পরিবর্তন হতেও দেখেছি হাজার বার,ইট পাথরের শহরে আমি খালি পকেটে ঘুরেছি আবার একই শহরে হাজার টাকার নোট উড়িয়ে দেখেছি অনেক বার।

আমি সবকিছুর বিনিময়ে নিজেকে খুঁজেছি।খুঁজে পায়নি কোথাও।এই কঠিন পৃথিবীতে কোথাও আমার অস্তিত্ব নেই।একাকীত্ব,নিঃস্বঙ্গতা,খারাপ লাগা,ভাল লাগা প্রত্যেকটাই জীবনের অবিচ্ছেদ্য অংশ!এসবের সাথে নিজেকে মিলিয়ে জীবন চালিয়ে নিয়ে যাওয়াটাই একমাত্র সার্থকতা।চেনা-অচেনা, বাস্তবতার নিরিখে বেমানান। আমি মানুষগুলো চিনতে পারিনি আর এই সুযোগটাই মানুষগুলো তলোয়ার হিসেবে ব্যবহার করেছেন,কষ্ট শুধু একটাই আমি নিষ্ঠুর পৃথিবীতে আবেগপ্রবন হয়ে ঐ সকল মানুষগুলো চিনতে পারিনি।

কারো জন্য বা কোনকিছুর জন্য জীবন কিন্তু থেমে যায়নি,হয়তো ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল,কিন্তু একেবারে থেমে যায়নি,একটা সময় আসে তখন সবকিছু ঠিক হয়ে যায়-এটা  আসলে ভুল কথা!!কখনোই সবকিছু একেবারে ঠিক হয় না!সব যেমন ছিল,তেমনটাই থাকে বদলায় শুধু অভ্যাস আর বেড়ে যায় শুধু সহ্য করার ক্ষমতা।জীবনের কষ্টগুলা আগের তীব্রতা নিয়েই থাকে শুধু সময়ের সাথে একসময় আর ঐ কষ্টগুলো গায়ে লাগে না। তাইতো বলতে ইচ্ছে করে আমি আজও চিনতে পারিনি চেনা মানুষগুলো।আজও অচেনা হয়ে রইলো এই ইট পাথরের কঠিন পৃথিবীর বুকে।

লেখক সাংবাদিক মোঃ ফিরোজ খান

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামালপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

» শাওমি নিয়ে এলো ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন

» গ্রামীণফোনের লিমিটলেস ইন্টারনেট প্যাকে ১০% ছাড়

» ব্র্যাক ব্যাংক আস্থা: ৯ লাখ গ্রাহকের স্মার্ট ব্যাংকিং অভিজ্ঞতায় অনন্য যে প্ল্যাটফর্ম

» দিনাজপুরের বিরল উপজেলায় কৃষকদের জন্য কৃষি ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে প্রাইম ব্যাংক

» স্কুলে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ আয়োজন করলো এনার্জিপ্যাক

» নওগাঁর মহাদেবপুরে আওয়ামীলীগের ৩ নেতা-কর্মী আটক

» নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাতে চাচা খুন

» বিক্রয়-এর নতুন উদ্যোগ – মোটরগাইড বাংলাদেশ

» আমরা ও একদিন মরে যাবো! হাফিজ মাছুম আহমদ দুধরচকী

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হয়তো চিনতে পারিনি!!

গাছের চারা রোপণের পর দিন শেষেই শুরু হয় চারা গাছের রদবদল প্রকৃতির নিয়ম অনুযায়ী এই পরিবর্তন দেখা যায় এটা মহান আল্লাহর হুকুম মেনে পরিবর্তন আসে কিন্তু মানুষ, মানুষের কাছে সবসময় এক রকমের হয় না আর এটা কখনোই হবার নয়।চেনা মুখগুলো হঠাৎ করে রং পাল্টাচ্ছে লাল থেকে নীল-নীল থেকে সবুজ,হলুদ থেকে-কমলা,
আকাশী থেকে বেগুনী এভাবেই হাজার রংয়ে বদলে যাচ্ছে আমাদের সমাজের প্রতিটি মানুষ।


এই পৃথিবীতে পাল্টে যাওয়া মানুষ শুধুমাত্র একজন নয়,দলে দলে সবাই পাল্টাচ্ছে!আমার কষ্ট হচ্ছে তাদের বদলে যাওয়া দেখতে পেয়ে কারন ধীরে ধীরে তারা অপরিচিত হয়ে উঠছে আমার কাছে!আমি কাঁদতে পারিনি তবুও আমি মুগ্ধ হয়ে দুচোখে অশ্রু নিয়ে রঙের খেলা দেখেছি!কেননা মাঝে মাঝে কষ্টটাকেও উপভোগ করতে জানতে হয়!কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না,তবুও মনের অজান্তেই তারা হারিয়ে যায়। আবার কিছু সম্পর্ক আমরা হাজার চেষ্টা করে ধরে রাখতে চাই। কিন্তু সেসব সম্পর্ক আমাদের মুঠো থেকে বের হয়ে যায়।আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।কিছু সম্পর্ক হয় ক্ষণিকের

বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর থেকেই ভালো লাগে,দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক। কিন্তু কাছে আসলে
ভালো লাগা ধীরে ধীরে কমতে থাকে।

কিছু সম্পর্ক হয় ছাঁয়ার মতো,ধরতে গেলেই তাকে ধরা যায় না।সম্পর্ক গড়ে,সম্পর্ক ভাংগে,মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে সাথে মানুষগুলো বদলায় সাথে সাথে সম্পর্কও বদলায়,আসলেই কি সব সম্পর্ক বদলায়?সম্ভবত না।সীমাশূন্য-অনিয়ন্ত্রিত ভালোবাসা,লক্ষ লক্ষ অনুভূতি,হাজার হাজার ভাবনা,শত শত স্মৃতি,সবই কি একজনকে ঘিরে?ভাবতেই অবাক লাগে,অবাক হবার পর আবার একসময় ভালোও লাগে।জীবনে তখনই খুব খারাপ অনুভূতি হতে থাকে যখন আমি কিংবা আপনি আর অন্য কাউকে ভালবাসতে পারেননা,কারন আপনার মন এখনও তার জন্যই কাঁদে যে একদিন আপনার মন ভেঙ্গেছে।

তিক্ত বিচ্ছেদ, আবার মূহুর্তের মধ্যে মানুষের রূপ পরিবর্তন হতেও দেখেছি হাজার বার,ইট পাথরের শহরে আমি খালি পকেটে ঘুরেছি আবার একই শহরে হাজার টাকার নোট উড়িয়ে দেখেছি অনেক বার।

আমি সবকিছুর বিনিময়ে নিজেকে খুঁজেছি।খুঁজে পায়নি কোথাও।এই কঠিন পৃথিবীতে কোথাও আমার অস্তিত্ব নেই।একাকীত্ব,নিঃস্বঙ্গতা,খারাপ লাগা,ভাল লাগা প্রত্যেকটাই জীবনের অবিচ্ছেদ্য অংশ!এসবের সাথে নিজেকে মিলিয়ে জীবন চালিয়ে নিয়ে যাওয়াটাই একমাত্র সার্থকতা।চেনা-অচেনা, বাস্তবতার নিরিখে বেমানান। আমি মানুষগুলো চিনতে পারিনি আর এই সুযোগটাই মানুষগুলো তলোয়ার হিসেবে ব্যবহার করেছেন,কষ্ট শুধু একটাই আমি নিষ্ঠুর পৃথিবীতে আবেগপ্রবন হয়ে ঐ সকল মানুষগুলো চিনতে পারিনি।

কারো জন্য বা কোনকিছুর জন্য জীবন কিন্তু থেমে যায়নি,হয়তো ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল,কিন্তু একেবারে থেমে যায়নি,একটা সময় আসে তখন সবকিছু ঠিক হয়ে যায়-এটা  আসলে ভুল কথা!!কখনোই সবকিছু একেবারে ঠিক হয় না!সব যেমন ছিল,তেমনটাই থাকে বদলায় শুধু অভ্যাস আর বেড়ে যায় শুধু সহ্য করার ক্ষমতা।জীবনের কষ্টগুলা আগের তীব্রতা নিয়েই থাকে শুধু সময়ের সাথে একসময় আর ঐ কষ্টগুলো গায়ে লাগে না। তাইতো বলতে ইচ্ছে করে আমি আজও চিনতে পারিনি চেনা মানুষগুলো।আজও অচেনা হয়ে রইলো এই ইট পাথরের কঠিন পৃথিবীর বুকে।

লেখক সাংবাদিক মোঃ ফিরোজ খান

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com