ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরাই সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
আজ সকালে কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, গ্রামের একটি স্কুলের সফলতার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। লালপুর গ্রামের এ স্কুলটি শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে চলেছে। আজ এই স্কুলের চারতলা ভবন উদ্বোধন হয়েছে। আশা করছি, স্কুলটির সুনাম ও সফলতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলের শিক্ষার্থীরা ভালো করছে। স্কুলে আসা-যাওয়ার সুবিধার জন্য স্কুল থেকে আশপাশের গ্রামগুলোতে যাওয়ার রাস্তা চলাচলের উপযোগী রাখতে হবে। এ জন্য সরকার ও প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্যদেরও এগিয়ে আসতে হবে।