আ শ রা ফু ল ই স লা ম :
সোনালী রোদ্দুরে ভরা আমার স্বপ্নগুলো
আজ; শুধুই ঘোর অমাবশ্যায় ঢাকা
মুখ থুবড়ে পড়ে আছে আমার কবিতার
পঙতিমালা বড়ই অযত্ন অবহেলায়।
আমি তো স্বপ্নগুলো সাজিয়েছিলাম
প্রতিটি অক্ষর বিন্যাসে
কোথা থেকে এলো ঝড় নিভে গেল সব
এক ফুৎকারে।
আমিতো ছিলাম শতবর্ষী বৃক্ষ সমান
কালের স্বাক্ষী হয়ে
তোমাদের উত্থান পতন আর বিরহ প্রণয়ে।
এখন তো আমি সেকেলে অর্বাচীন
শিক্ষা সংস্কৃতি বিচার বুদ্ধিহীন
বেঁচে আছি কোনমতে অনাদর অবহেলে
অথচ এই আমি একদিন স্বপ্ন দেখতাম
সমাজ গড়ার রাইফেল বেয়নেটে।
তোমরা পুঁজিবাদী হৃষ্টপুষ্ট অঢেল বিত্ত-বৈভবে
তাইতো কেড়ে নিয়েছো আমার সকল স্বপ্ন সাধ
আমার প্রেম ভালোবাসার প্রাসাদ
বন্দী করেছো সব প্রযুক্তির জালে।
এখন হাতের মুঠোয় বন্দি আবেগ, আর রাতভর
ভালোবাসা ছড়াও ভার্চুয়াল সংলাপে
শিল্প সঙ্গীতকে পণ্য বানিয়ে তুলেছো রাতের বাজারে।
আমার সোনালী স্বপ্নগুলো বাক্সবন্দী আজ
তোমাদের জলসা ঘরের সিন্দুকে
জানি আর কোনদিন সেই পাতা খুলে
পড়া হবে না; জানা হবে না ইতিহাস সংগ্রামের
কারা ছিলো যোদ্ধা সেদিন ভাত রুটি আর বন্দুকের!!
সূএ:ফেসবুক থেকে নেওয়া
Facebook Comments Box