সোনার গয়না বার বার ঘঁষে পরিষ্কার করলে ক্ষয়ে যেতে থাকে। আবার অনেক সময় এমন হয় যে অনুষ্ঠান খুব কাছেই এসে গেছে। হয়তো হাতে এক কিংবা দুই দিন বাকি। তখন উপায়? উপায় আছে, সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করে নিন। ঘরে কিছু জিনিস এনে রাখলে নিজের গয়না নিজেই পরিষ্কার করে নিতে পারবেন।
লিকুইড ডিটারজেন্ট: সোনার গয়না আপনি পরিষ্কার করতে পারেন লিকুইড ডিটারজেন্ট দিয়ে। কুসুম গরম পানিতে লিকুইড ডিটারজেন্ট গুলে কিছুক্ষণ রেখে দিন। লিকুইড ডিটার্জেন্ট না থাকলে শ্যাম্পু কিংবা বেবি ওয়াশ হলেও চলবে। আর লাগবে বেবি টুথ ব্রাশ, এক বাটি পরিষ্কার পানি, একটি ভেজা তোয়ালে এবং শুকনা তোয়ালে। কুসুম গরম পানি এবং লিকুইড ডিটারজেন্টের মিশ্রণটিতে সোনার গয়না মিনিট পনেরো চুবিয়ে রেখে দিন। সোনার উপরের ময়লা নরম হয়ে যাবে। এবার বেবি টুথব্রাশ দিয়ে আলতো করে গয়না ঘঁষে নিন। তারপর ভেজা তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। শেষে শুকনা তোয়ালে দিয়ে মুছে নিন।
ভিনেগার এবং বেকিং সোডা: ভিনেগার ও বেকিং সোডার মিশ্রণে সোনা পরিষ্কার করা যায়। ৫০ মিলিগ্রাম ভিনেগার এবং ৩০ গ্রাম বেকিং সোডা অল্প গরম পানিতে একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি সাবানের মতো করে একটি নরম, নতুন টুথব্রাশ বা বেবি টুথব্রাশ দিয়ে গয়নায় লাগান। কিছু সময় পর আলতো করে ঘষে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। গয়না যদি বেশি ময়লা হয় তাহলে এই পেস্টটি লাগানোর আগে গয়নাগুলি শুধুমাত্র ভিনেগার কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। বেশি ময়লা উঠে যাবে। পরিষ্কার করার পর ভালো করে পানিতে ধুয়ে নেবেন।
অ্যামোনিয়া: একটি বাটিতে ১০০ মিলিগ্রাম অ্যামোনিয়া এবং গরম পানি ভালো করে মিশিয়ে নিন। এবার এতে সোনার গয়নাগুলি ২০মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পানি থেকে তুলে পানি ঝরিয়ে টিস্যু পেপার দিয়ে গয়নাগুলি মুছে নিন।
হাইড্রোজেন পার-অক্সাইড: সোনার গয়না নতুনের মতো ঝকঝকে করতে ব্যবহার করুন হাইড্রোজেন পার-অক্সাইড। একটি বাটিতে ১০০ মিলিগ্রাম হাইড্রোজেন পার-অক্সাইড নিয়ে তাতে সোনার গয়নাগুলো রাখুন। ধীরে ধীরে বুদবুদ উঠতে শুরু করবে। কিছুক্ষণ পর যখন বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাবে, তখন গয়নাগুলি একটি কাঁটা দিয়ে তুলে পেপার টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। দেখবেন, নতুনের মতো লাগছে।
আরো কয়েকটি ঘরোয়া পদ্ধতি :সোনার গয়নায় সিঁদুর মাখিয়ে রাখলে আগের মতোই উজ্জ্বল থাকে।
কুমড়ার নরম অংশ বা রস দিয়ে সোনার গয়না পরিষ্কার করলেও নতুনের মতো উজ্জ্বল।
উল্লেখ্য, সোনার গয়নায় দামী পাথর যেমন-হীরে, চুনি, পান্না, পোখরাজ বসানো থাকলে সেটি সাবান পানিতে পরিষ্কার করবেন না। তাতে সময়ের সঙ্গে সঙ্গে সোনার গয়না বিবর্ণ হয়ে যায়।
সূএ:ডেইলি বাংলাদেশ