রুখসানা রিমি:
আমাকে ফেরাতে চেষ্টা করো না
আমি ফিরতে চাই না।
আমি রোদ-বৃষ্টিতে খেলা করি
কখনো কাঁদি, কখনো হাসি।
কখনো মেঘের ভেলায় চড়ে
বেদনা লুকাই আকাশের নীলে!
তুমি কি আকাশের ঠিকানা জানো?
পাখির ডানার ক্লান্তি বোঝো?
তুমিতো আমার কিন্তু আমার নও
তুমিতো সবার জন্যই ছন্দ ছড়াও।
যেদিন তুমি পুরোপুরি আমার হবে-
কেবলই আমার জন্য
আমাজনে সাগরের ঝরনা হবে-
একটি সবুজ সকালের জন্য
যেদিন তুমি অনুরাগের সূর্য হবে-
সেদিনই আমি ফিরবো
সকল আক্ষেপ আর অভিমান ভুলে।