ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট মিক্সার গাড়ির চাপায় ওষুধ ব্যবসায়ী রুদ্র পাল (২৫) নিহত হয়।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের ফুলবাড়ীয়া-মাওনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে সকালের নাস্তা খেতে বের হন রুদ্র। ফুলবাড়ীয়া-মাওনা সড়কের চাপার সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হওয়ার সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়িসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কালিয়াকৈর থানার এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় চালককে গাড়িসহ আটক করেছে পুলিশ।