সিডনিতে বিএলসিএ’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রবাসী নারীদের অন্যতম সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার (বিএলসিএ) পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী জাকজমকপূর্ণ ও বর্ণিল মীনা বাজারের আয়োজন করে।

 

রবিবার (১৬ আগস্ট) সিডনির ক্যাম্পসি’র ওরিয়ন সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে ছিলো জাতীয় সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, কবিতা, গান ও নাচ।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলওয়াত করে আকসা হক আফরা। পবিত্র গীতা থেকে পাঠ করে শিশু শিল্পী রেমো ঘোষ। অনুষ্ঠানে বাংলাদেশের মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্বের উপস্থাপনায় ছিলেন নুসরাত জাহান স্মৃতি ও ফাহিমা সাত্তার। শিশু শিল্পীদের পরিবেশনায় ছিলো গান ও ফ্যাশন শো। অংশ নেয়, আবিদুর সায়াদ, জায়না জাফরাত, রোকাইয়াত সারা, জাওয়াদ সরকার, জাজিব আলী, সাজিব আলী, রেমো ঘোষ ও আকসা হক আফরা।

 

কবিতা আবৃত্তি করেন নাজনীন রেখা, মলয় বিশ্বাস, রাজেস্বরী মৃয়ন্ময়ী ও মাজনুন মিজান। গান পরিবেশন করেন নাবিলা স্রোতস্বীনি ও তাবাসুম জলিল চৌধুরী, সৌমিক ঘোষ, অতলান্তিক রিদ্ধ এবং অমিয়া মতিন।

 

নৃত্যে অংশ নেয় নটরাজ ডান্স একাডেমির সুদীপ্তা, প্রিয়াংকা, মিতা এবং অর্পিতা সোম ডান্স স্কুলের পরশি, নির, আইদা, আদ্রিতা, প্রাপ্তি, সামন্ত ও রিশিতা।

 

অতিথি পর্বটি উপস্থাপনা করেন কামরুন চৌধুরী লিন্ডা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোফি কটসিস এমপি, নিউ সাউথ ওয়েলস শিল্প সম্পর্ক, কর্ম স্বাস্থ্য ও নিরাপত্তা মন্ত্রী। কাউন্সিলর কার্ল সালেহ, ডেপুটি মেয়র ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিল, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান এশ, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল, কমিউনিটি নেতা শফিকুল আলম, শেখ শামীমুল হক, তানভীর শহীদ, পরিচালক, আন্তর্জাতিক নিয়োগ, ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়।

 

অনুষ্ঠানে প্রদান করা হয় বিভিন্ন সম্মাননা ও অ্যাওয়ার্ড। স্পন্সরশিপ অ্যাওয়ার্ড: ডা. নাজমুল হুদা, ক্যাসুলা সেন্ট্রাল মেডিকেল সেন্টার, ডা. হাবিব হাসান, ক্যাসুলা সেন্ট্রাল মেডিকেল সেন্টার, তানভীর শহীদ, পরিচালক, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যাককোয়ারি ইউনিভার্সিটি, এম এ আহসানুল হাসান হাদী, স্বত্বাধিকারী, প্রাইসলাইন ফার্মেসি মিন্টো, মো. আবু শাহাদাত সরকার, সিইও, এইচবিডি সার্ভিসেস, বজলুল আজাদ, পরিচালক, ওয়াইজ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, গোলাম মোস্তফা, অর্থ পরিচালক, প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন আইনজীবী, মো. খায়রুল ইসলাম, পরিচালক, স্টার কিডস লং ডে কেয়ার অ্যান্ড প্রিস্কুল, ডা. সৈয়দ ফারাবী, ডা. এম আসাদুজ্জামান, ডা. মিরজাহান মিয়া, ডা. রোকেয়া ফকির (কেয়া), আসাদ জামান আহমেদ সিপিএ, ফিররাস আলকামিসি, শাড়ি জুয়েলারি, অবার্ন।

 

লিডারশিপ অ্যাওয়ার্ড: রাহেলা আরেফিন সভাপতি ও শিরীন আখতার মুন্নী সাধারণ সম্পাদক, বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া।

 

বিশেষ সম্মাননা: ডা. জেসি চৌধুরী। উপদেষ্টা, ড. শায়লা ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ড. ফাহিমা সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক, ড. রোখসানা হোসেন জেবা, সমাজকল্যাণ সম্পাদক, নুসরাত জাহান স্মৃতি, মহিলা বিষয়ক সম্পাদক, রওশন জাহান পারভিন, সাংগঠনিক সম্পাদক ও ফারজানা আহমেদ, নির্বাহী সদস্য, বিএলসিএ।

 

সেরা শিল্পী সম্মাননা, আমিয়া মতিন, সেরা নৃত্যশিল্পী সম্মাননা অর্পিতা সোম চৌধুরী, মিডিয়া অ্যাপ্রিসিয়েশন নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিদিন, মিডিয়া পার্টনার সম্মাননা আবু রেজা আরেফিন, চেয়ারম্যান, জনভূমি টেলিভিশন। বিশেষ সম্মাননা সাখাওয়াত হোসেন বাবু, কাজী সামছুল আলম রুবেল, প্রশংসা সম্মাননা (ফটোগ্রাফি) মলয় বিশ্বাস, সামাজিক সম্মাননা রুবাইয়াত হক সাথী, গুড মর্নিং বাংলাদেশ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় উদয় এন্ড ফ্রেন্ডস গ্রুপ দিয়ে।  সৃএ : বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন: মির্জা ফখরুল

» খালের মধ্যে কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে আছে: গয়েশ্বর

» ‘দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারেক রহমানকেও দিতে পারবে’: হান্নান মাসউদ

» বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন, আপনারা কারা?: জাপা মহাসচিবকে রিজভী

» নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

» প্রধান উপদেষ্টার সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত

» ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত : ফারুকী

» ব্র্যাক ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পদে নিয়োগপ্রাপ্ত হলেন তারেক রেফাত উল্লাহ খান

» ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশন ২০২৫ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

» পুলিশ বাহিনীতে গড়ে উঠেছিল ২ গ্রুপ, নেতৃত্বে ছিলেন হাবিব-মনির

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে বিএলসিএ’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রবাসী নারীদের অন্যতম সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার (বিএলসিএ) পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী জাকজমকপূর্ণ ও বর্ণিল মীনা বাজারের আয়োজন করে।

 

রবিবার (১৬ আগস্ট) সিডনির ক্যাম্পসি’র ওরিয়ন সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে ছিলো জাতীয় সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, কবিতা, গান ও নাচ।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলওয়াত করে আকসা হক আফরা। পবিত্র গীতা থেকে পাঠ করে শিশু শিল্পী রেমো ঘোষ। অনুষ্ঠানে বাংলাদেশের মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্বের উপস্থাপনায় ছিলেন নুসরাত জাহান স্মৃতি ও ফাহিমা সাত্তার। শিশু শিল্পীদের পরিবেশনায় ছিলো গান ও ফ্যাশন শো। অংশ নেয়, আবিদুর সায়াদ, জায়না জাফরাত, রোকাইয়াত সারা, জাওয়াদ সরকার, জাজিব আলী, সাজিব আলী, রেমো ঘোষ ও আকসা হক আফরা।

 

কবিতা আবৃত্তি করেন নাজনীন রেখা, মলয় বিশ্বাস, রাজেস্বরী মৃয়ন্ময়ী ও মাজনুন মিজান। গান পরিবেশন করেন নাবিলা স্রোতস্বীনি ও তাবাসুম জলিল চৌধুরী, সৌমিক ঘোষ, অতলান্তিক রিদ্ধ এবং অমিয়া মতিন।

 

নৃত্যে অংশ নেয় নটরাজ ডান্স একাডেমির সুদীপ্তা, প্রিয়াংকা, মিতা এবং অর্পিতা সোম ডান্স স্কুলের পরশি, নির, আইদা, আদ্রিতা, প্রাপ্তি, সামন্ত ও রিশিতা।

 

অতিথি পর্বটি উপস্থাপনা করেন কামরুন চৌধুরী লিন্ডা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোফি কটসিস এমপি, নিউ সাউথ ওয়েলস শিল্প সম্পর্ক, কর্ম স্বাস্থ্য ও নিরাপত্তা মন্ত্রী। কাউন্সিলর কার্ল সালেহ, ডেপুটি মেয়র ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিল, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান এশ, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল, কমিউনিটি নেতা শফিকুল আলম, শেখ শামীমুল হক, তানভীর শহীদ, পরিচালক, আন্তর্জাতিক নিয়োগ, ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়।

 

অনুষ্ঠানে প্রদান করা হয় বিভিন্ন সম্মাননা ও অ্যাওয়ার্ড। স্পন্সরশিপ অ্যাওয়ার্ড: ডা. নাজমুল হুদা, ক্যাসুলা সেন্ট্রাল মেডিকেল সেন্টার, ডা. হাবিব হাসান, ক্যাসুলা সেন্ট্রাল মেডিকেল সেন্টার, তানভীর শহীদ, পরিচালক, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যাককোয়ারি ইউনিভার্সিটি, এম এ আহসানুল হাসান হাদী, স্বত্বাধিকারী, প্রাইসলাইন ফার্মেসি মিন্টো, মো. আবু শাহাদাত সরকার, সিইও, এইচবিডি সার্ভিসেস, বজলুল আজাদ, পরিচালক, ওয়াইজ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, গোলাম মোস্তফা, অর্থ পরিচালক, প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন আইনজীবী, মো. খায়রুল ইসলাম, পরিচালক, স্টার কিডস লং ডে কেয়ার অ্যান্ড প্রিস্কুল, ডা. সৈয়দ ফারাবী, ডা. এম আসাদুজ্জামান, ডা. মিরজাহান মিয়া, ডা. রোকেয়া ফকির (কেয়া), আসাদ জামান আহমেদ সিপিএ, ফিররাস আলকামিসি, শাড়ি জুয়েলারি, অবার্ন।

 

লিডারশিপ অ্যাওয়ার্ড: রাহেলা আরেফিন সভাপতি ও শিরীন আখতার মুন্নী সাধারণ সম্পাদক, বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া।

 

বিশেষ সম্মাননা: ডা. জেসি চৌধুরী। উপদেষ্টা, ড. শায়লা ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ড. ফাহিমা সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক, ড. রোখসানা হোসেন জেবা, সমাজকল্যাণ সম্পাদক, নুসরাত জাহান স্মৃতি, মহিলা বিষয়ক সম্পাদক, রওশন জাহান পারভিন, সাংগঠনিক সম্পাদক ও ফারজানা আহমেদ, নির্বাহী সদস্য, বিএলসিএ।

 

সেরা শিল্পী সম্মাননা, আমিয়া মতিন, সেরা নৃত্যশিল্পী সম্মাননা অর্পিতা সোম চৌধুরী, মিডিয়া অ্যাপ্রিসিয়েশন নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিদিন, মিডিয়া পার্টনার সম্মাননা আবু রেজা আরেফিন, চেয়ারম্যান, জনভূমি টেলিভিশন। বিশেষ সম্মাননা সাখাওয়াত হোসেন বাবু, কাজী সামছুল আলম রুবেল, প্রশংসা সম্মাননা (ফটোগ্রাফি) মলয় বিশ্বাস, সামাজিক সম্মাননা রুবাইয়াত হক সাথী, গুড মর্নিং বাংলাদেশ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় উদয় এন্ড ফ্রেন্ডস গ্রুপ দিয়ে।  সৃএ : বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com