ছবি সংগৃহীত
সিঙ্গাপুরের এনটিইউ অ্যালামনাই ক্লাব অডিটোরিয়ামে, ব্যারাক রাইজে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির উদ্যোগে গতকাল আয়োজিত হলো “রবীন্দ্র নজরুল জয়ন্তী” উৎসব।
সিঙ্গাপুরে বসবাসরত প্রথিতযশা বিভিন্ন শিল্পীবৃন্দ এবং সিএফ এর ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নৃত্য, কবিতায়, ধারা বর্ণনায়, সংগীতের সুর মূর্ছনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিয়োজিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলাম এনডিসি এবং সিঙ্গাপুরে বসবাসরত সংস্কৃতিমনা বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ এবং তাদের পরিবার-পরিজন।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এমন একটা প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে আগত দর্শক ও অতিথিবৃন্দ অনেক উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত দেখা যায়।
অনুষ্ঠান শেষে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক সুব্রত সাহা প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট জিল্লুর রহমান অভিপ্রায় ব্যক্ত করে বলেন বাংলাদেশকে সিঙ্গাপুরের বুকে আরও শক্ত ভাবে তুলে ধরার জন্য সব সময় সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি কাজ করে যাবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন