সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘আমি সরকারি দলের লোক, আমার সরকারি লাইসেন্সধারী গুন্ডা আছে!’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।

 

এতে জাকের হোসেন বলেন, “আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী, এরা কি উনাদের কাজ করবে? না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে?”

 

জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় এক নির্বাচনীয় সভায় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

 

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, এক বিন্দুমাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না? লাইসেন্সধারী, এরা কি উনাদের কাজ করবে? না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? ইনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না। এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন।”

 

তবে ভিডিওর বিষয়ে জানতে চাইলে জাকের হোসেন চৌধুরী বাচ্চু বলেন, এমন কোনও বক্তব্য আমি রাখেনি ।

 

তিনি বলেন, “আমি বলেছি যারা এলাকায় চুরি-ডাকাতি ও গুন্ডামি করছেন তারা ভালো হয়ে যান। অন্যথায়, আমি সরকারি প্রশাসনের মাধ্যমে এসব বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করব। সরকারি দলের মনোনীত প্রার্থী হিসেবে এলাকার অন্যায় দমনের কথা বলাকে তারা (প্রতিপক্ষ) ভিন্নভাবে নিয়ে প্রচার করছে।”

 

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, “সরকারি লাইসেন্সধারী বলতে উনি কী বোঝাতে চেয়েছেন সেটা উনি জানেন। তবে নির্বাচন অফিস থেকে ফোন করে আমাকে ওনার বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে।

 

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, জাকের হোসেন বাচ্চুর ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে চিঠি ইস্যু হচ্ছে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আড়াই কেজির রাজা ইলিশ বিক্রি সাড়ে ১৪ হাজারে

» যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

» অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

» আ.লীগ ধর্মের বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে : টুকু

» চব্বিশের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী

» আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? অত্যাচার বন্ধ করুন: আসিফ নজরুল

» সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

» হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন তিন সুবিধা

» প্রসবঘরটি হোক আস্থার জায়গা

» চিকিৎসাসেবা না কমিশনবাণিজ্য

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘আমি সরকারি দলের লোক, আমার সরকারি লাইসেন্সধারী গুন্ডা আছে!’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।

 

এতে জাকের হোসেন বলেন, “আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী, এরা কি উনাদের কাজ করবে? না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে?”

 

জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় এক নির্বাচনীয় সভায় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

 

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, এক বিন্দুমাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না? লাইসেন্সধারী, এরা কি উনাদের কাজ করবে? না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? ইনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না। এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন।”

 

তবে ভিডিওর বিষয়ে জানতে চাইলে জাকের হোসেন চৌধুরী বাচ্চু বলেন, এমন কোনও বক্তব্য আমি রাখেনি ।

 

তিনি বলেন, “আমি বলেছি যারা এলাকায় চুরি-ডাকাতি ও গুন্ডামি করছেন তারা ভালো হয়ে যান। অন্যথায়, আমি সরকারি প্রশাসনের মাধ্যমে এসব বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করব। সরকারি দলের মনোনীত প্রার্থী হিসেবে এলাকার অন্যায় দমনের কথা বলাকে তারা (প্রতিপক্ষ) ভিন্নভাবে নিয়ে প্রচার করছে।”

 

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, “সরকারি লাইসেন্সধারী বলতে উনি কী বোঝাতে চেয়েছেন সেটা উনি জানেন। তবে নির্বাচন অফিস থেকে ফোন করে আমাকে ওনার বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে।

 

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, জাকের হোসেন বাচ্চুর ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে চিঠি ইস্যু হচ্ছে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com