সাফল্য ও গৌরবের সাথে একযুগ পূর্ণ করল দেশের স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ ডটকম। ২০১১ সালের ১৪ মে সম্পাদক আমিরুল ইসলাম আসাদের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে পথ চলা শুরু করে এই গণমাধ্যমটি। আজ রবিবার (১৪ মে) একযুগ পূর্ণ করল স্বনির্ভর এই প্রতিষ্ঠানটি।
তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এই অনলাইন নিউজ পোর্টালটি। সংবাদের ব্যতিক্রম ও বিশ্লেষণধর্মী উপস্থাপন কৌশলের মাধ্যমে সংবাদপত্র জগতেও অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বিডি২৪লাইভ।
দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অবিচল দৃঢ়তার পরিচয় দিয়েছে বিডি২৪লাইভ ডটকম। সংবাদের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ধরণের ছোট ছোট নাটিকা তৈরি করে সমাজের নানা অসঙ্গতি ও ইতিবাচক দিকগুলো তুলে ধরছে বিডি২৪লাইভ। দর্শকমহলেও সেসব ভিডিও ব্যাপক সাড়া ফেলছে।
প্রতিষ্ঠার পর থেকে অনলাইনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালেক্সার জরিপ অনুযায়ী ২০১৪ সালে ও ২০১৮ সালে বাংলাদেশ থেকে ভিজিট করা নিউজ পোর্টালগুলোর মধ্যে শীর্ষ নিউজ পোর্টালের স্বীকৃতি পেয়েছিল বিডি২৪লাইভ। এছাড়াও বিগত ১২ বছরে দেশের সংবাদমাধ্যমগুলোর তালিকায় বরাবরই উপরে ছিল বিডি২৪লাইভ-এর অবস্থান।
মোবাইল ব্যবহারকারীদের সুবিধার্থে বিডি২৪লাইভ-এর রয়েছে ওয়েব এবং অ্যান্ড্রয়েড অ্যাপ। এছাড়াও ফেসবুকে বিডি২৪লাইভকে ফলো করছেন ৭৮ লাখের বেশি ব্যবহারকারী। ইউটিউবে রয়েছে ৫০ হাজারের বেশি সাবস্ক্রাইবার। টুইটারে ফলোয়ার সংখ্যা ২ লাখের বেশি।
আজকে এই শুভদিনে বিডি২৪লাইভ ডটকমের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, ‘শুরু থেকেই বিডি২৪লাইভ নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে আসছে। বস্তুনিষ্ঠ খবর নিয়ে অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে সব শ্রেণি-পেশার মানুষের কাছে সমান জনপ্রিয়। দুর্নীতি-অনিয়ম, অপরাধ ও লুটপাটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা প্রশংসনীয়। আজ ১৪ মে ২০২৩। দেখতে দেখতে পার হয়ে গেল দীর্ঘ ১২ বছর। ১৩ তম বর্ষে পা দিয়েছে আমাদের এই প্রতিষ্ঠান। যেটি শুধু একটি গণমাধ্যমই নয় এটি আমার সন্তানের মত। ধন্যবাদ সে সকল ব্যক্তিদের যাদের প্রচেষ্টা এবং ভালোবাসা আমার সন্তানটিকে পৌঁছে দিয়েছে বাংলার আনাচে-কানাচে। এখন এ সন্তানের গর্বিত পিতা শুধু আমি একা নই। এর অংশীদার ঐ সকল সাংবাদিক বন্ধুগণও। ধন্যবাদ তাদেরকে।’
তিনি আরও বলেন, ‘বিডি২৪লাইভ ডটকম হয়তো একটি নাম, একটি ওয়েবসাইট, একটি প্রতিষ্ঠান, সর্বোপরি একটি গণমাধ্যম। এই সবগুলো উপমা এর সাথে গেলেও আমি এগুলোকে উপরে রাখি না। আমার কাছে এটি একটি পরিবার, একটি ভালোবাসার স্থান, একটি আদর্শ এবং একটি বিবেক ও নৈতিকতা পরিবর্তনের জায়গা। সময়ের সাথে সন্তানটি হয়তো আরও অনেক বড় হয়ে যাবে। আরও অনেক মানুষ এর সাথে ভালোবাসার টানে জড়িয়ে যাবে। শুধু ভুলবে না সে সকল মানুষদের যারা ছিল শুরু থেকেই। তাদের নিঃস্বার্থ ভালোবাসায় আজকের বিডি২৪লাইভ ডটকম।’
দেশ-জাতির জন্য নিবেদিত ও স্বাধীনতা-সার্বভৌমত্বের অঙ্গীকারে বলীয়ান বিডি২৪লাইভ নতুন প্রত্যয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ১৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিডি২৪লাইভ-এর অগণিত পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।