ছবি: সংগৃহীত
সাংবাদিক হাবিবুর রহমান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শোক ও দুঃখ প্রকাশ করেন।
ডিআরইউ নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হাবিবুর রহমান খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাবিবুর রহমান খান। তার বয়স হয়েছিল ৪১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিরপুরের বাসায় বিকেল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। পরে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি আর নেই।
আজ রাত ১০টায় মিরপুর চিড়িয়াখানা রোডে শাইনপুকুর হাউজিং জামে মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।
সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি পুরোদমে সাংবাদিকতায় মনোনিবেশ করেন। দৈনিক যায়যায়দিন দিয়ে তার সাংবাদিকতা শুরু। গত ১৩ বছর ধরে যুগান্তরে কর্মরত ছিলেন। তিনি ২৫ নভেম্বর ১৯৮১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন।