বর্ষিয়ান সাংবাদিক আমিনুর রহমান তাজ আর নেই। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে মালিবাগ চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
এর আগে গত সপ্তাহ থেকে তিনি মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি বাসায় ফেরেন।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল। তিনি জানান, তাজ ভাই আর নেই। তিনি আজ সকালে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
আমিনুর রহমান তাজ ক্র্যাবের সাবেক সহ-সভাপতি। তিনি সর্বশেষ একটি প্রকাশিতব্য পত্রিকার দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি দৈনিক আজকের কাগজ, খোলা কাগজ, দৈনিক আমাদের সময়, আমাদের সময় ডটকম ও বাংলা বাজার পত্রিকায় কাজ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশুনা করে অপরাধ সাংবাদিকতায় যুক্ত হন। বিভিন্ন পত্রিকায় সুনামের সাথে অপরাধ বিটে সাংবাদিকতা করেন। তিনি ঢাকার অপরাধীদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন।
আমিনুর রহমান তাজের গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি ঢাকার মালিবাগে থাকতেন। তিনি এক কন্যা সন্তানের জনক।
সূএ: ঢাকা মেইল ডটকম