বাইজিদ আহাম্মেদ জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সমাজসেবক ও ব্যবসায়ী মাহবুব আলম প্রিন্স। শুক্রবার (২২ আগস্ট) রাতে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মো: জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সম্পাদক আল-আমিন, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেক পাঠান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাইজিদ আহাম্মেদ প্রমুখ।
মাহবুব আলম প্রিন্স বলেন, সাংবাদিকদের পলাশ উপজেলাকে ভালোবাসতে হবে। তা না হলে সাংবাদিক পেশাকে মূল্যায়ন করতে পারবেন না। পলাশের যারা অবহেলিত মানুষ আছেন তাদের পাশে থেকে কাজ করে যাবেন। আমিও আপনাদের পাশে আছি থাকবো সবসময়।