মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ দ্য রিপাবলিক, প্লেটো
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
‘মতামত হলো আসলেই সবচেয়ে নিম্ন পর্যায়ের জ্ঞান। এতে দায়-দায়িত্ব নেয়ার, এমনকি বোঝারও কিছু নেই। সবচেয়ে বড় পর্যায়ের জ্ঞান হলো সহমর্মিতা। কারণ, এটা আমাদেরকে ইগো বা অহংকার পরিত্যাগ করে অন্যদের পৃথিবীতে বাস করতে বাধ্য করে। এর জন্যে নিজের বোঝার চেয়েও অনেক গভীর উদ্দেশ্যের প্রয়োজন হয়।’ সূএ:ডেইলি-বাংলাদেশ