কানিজ ফারজানা লাইজ:
সহজ ছিল না কিছুই
সহজ ছিল বিশ্বাস করা অজস্র যোদ্ধার যোদ্ধা বীরের বীর সোহরাব রুস্তম হীরার হির রানঝা লাইলী মজনু কুবলাই খাঁ গজনীর সালতানাত বাবরের কবর
আরব্য রজনী ঠাকুমার ঝুলি ঠুলি এঁটে ঠাকুমা পরম নিষ্ঠার সাথে পড়াতেন বাল্মীকি সীতার বনবাস রামের লংকা বিজয়!
বিশ্বাস ছিল রাজার দরবারে দ্রৌপদির বস্ত্র হরণ দুর্যোধনের মামা শকুনির কুমন্ত্রন আকবরের সভায় বীরবল তানসেন।
বিশ্বাস ছিল ব্যাঙমা ব্যাঙমী হিজল গাছের ডালে কবুতর সিনড্রেলার ছাই থেকে উড়ে যেত ফিনিক্স পাখি
সকাল হলে সব ঠিক ছিল তুমি আমি ব্যাঙমা ব্যাঙমী।
সিন্দাবাদের ভূত আলিবাবার হিরাজহরত কাশেমের আঠা মর্জিনার বুদ্ধি বেহুলার নৃত্য মেঘে ঢাকা তারা
এক ফালি জমি আলো তুমি আলেয়া
সিরাজদৌলার পায়ের নাগরা।
আমরা বিশ্বাস করতাম পৌষ মাঘ
আষাড় শ্রাবন আশ্বিন কার্তিক
ঈদ পূজা শবে বরাত কাশি মদিনা
পূরুত ইমাম কারবালা পলাশীর প্রান্তর।
আমরা মিঠুন চক্রবর্তীর ইয়াদ আরারাহে জিমি জিমি ডিসকো ডান্সার আন্ধাকানুন জনি বেদের মেয়ে
দূরবীন ইডিয়ট কোথাও কেউ নেই
মাসুদ রানা কুয়াশা বনহুর কিরীটি।
সহজ ছিল না কিছুই
আরো আষ্টে পৃষ্ঠে বন্দী হলো রাজকুমার
বাজেয়াপ্ত হলো কোষাগার
অপহরণ হলো সুখ
বিনা রক্ত পাতে পরাজিত হলো রাজা
দুয়োরানী ঘুঁটে কুড়োয় রাজকন্যা শেখে রান্না!
সহজ ছিল না কিছুই
যাই ধরেছি ছাই হয়ে গেছে তাই, হামান দিস্তায় ভেঙ্গেছি মুশুরি। পরান পাখি উড়ে গেছে কই খুঁজতে খুঁজতে হারিকেনের আলোয় মুখস্ত করি গ্যালিভার লিলিপুট লাল সালু আবদুল্লাহ!
সহজ ছিল না বোঝা মানুষ সাজা পেত
বিনাদোষে বনবাসে যেত রূপবান
শালিখ গুনে দুর্ভাগ্য ডেকে এনেছি
অকারনে কেঁদে বুক ভাসাই দূর্গার আবাহনে।
রাত্রী পোহাত ভোর হবে বলে চির অন্ধকার আঁকার পেত দূর প্রোলোভনে
ভেসে যেত সুখের শেষ চিহ্ন নিশ্চিহ্ন হতো ভাগের জমি জিরেত।
কেমন বোকা বনে যাই মানুষ যখন জানে আমরা কপাল পোড়া আলু পোড়া খেতে হতো যাদের ছিল গোলা ভরা ধান স্বপ্নের সালু মোড়া বাথান গোয়াল ভরা গরু পুকুর ভর্তি মাছ।
আমাদের সব কিছু গেছে চলে
টুকরো টুকরো করি জমির আল
লাঙ্গলের ফলা ভর্তি হাড়
আম বাগান উজাড়
বানিয়েছে দালান ঘর
তোমার কবরের উপর উড়ে জাতীয় পতাকা।
কোন কিছু সহজ ছিল না
অর্জন করার চেয়ে সহজ ছিল বর্জন মুক্তির চেয়ে আরাম ছিল বন্দিত্ব
জয়ের চেয়ে পরাজয় ছিলো অমোঘ আনন্দের চেয়ে বেদনা
প্রতি দিনের রোজ নামচা! সূএ: ফেসবুক
Facebook Comments Box