সবজি ও মুরগির বাজার চড়া

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও সবজি ও মুরগির দাম বেড়েছে। মঙ্গলবার রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে শসার দাম কিছুটা কমেছে। অন্যদিকে, মুরগির দাম ঈদের আগের মতোই উচ্চ পর্যায়ে রয়েছে।

 

গ্রীষ্মকালীন সবজির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি (পূর্বে ৭০ টাকা), করলা ৮০ টাকা (২০ টাকা বৃদ্ধি), বরবটি ৬০ টাকা, পটল ৫০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে। এছাড়া, সাজনা ১২০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁচা আম ৫০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

শসার দামে কিছুটা স্বস্তি মিলেছে। দেশি শসা ৬০ টাকা এবং হাইব্রিড শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, লাউ ৫০–৬০ টাকা পিস, টমেটো ৪০–৫০ টাকা, গাজর ১৫০ টাকা এবং মুলা ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

এদিকে সোনালি কক মুরগি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৭০ টাকা এবং লাল লেয়ার ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

মাছের বাজারে সরবরাহ কম। রুই মাছ ৩৫০–৪৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা এবং কই ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজারে দেশি পেঁয়াজ ৫৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পর বাজারে ক্রেতার চাহিদা কম থাকলেও পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পণ্যের দাম স্থিতিশীল বা বেশি রয়েছে। আগামী কয়েক দিনে বাজারে স্বস্তি ফিরে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান

» চোরদের হাতে নয়, দেশের চাবি তুলে দিতে চাই সৎ চৌকিদারদের হাতে : ডা. শফিকুর

» অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান : জামায়াতকে ফারুক

» অন্তর্বর্তী সরকার শ্রমিকবান্ধব না হলে আর কে হবে: উপ-প্রেস সচিব

» ফোনে যেসব নম্বর থেকে কল পেলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

» ‘নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ’

» মেসিদের সঙ্গে লাতিন অঞ্চলে আরও যাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত

» নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» পাঁচ মামলার আসামি গ্রেফতার

» শাহরুখের ‘কিং’ ছবির লুক ফাঁস

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সবজি ও মুরগির বাজার চড়া

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও সবজি ও মুরগির দাম বেড়েছে। মঙ্গলবার রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে শসার দাম কিছুটা কমেছে। অন্যদিকে, মুরগির দাম ঈদের আগের মতোই উচ্চ পর্যায়ে রয়েছে।

 

গ্রীষ্মকালীন সবজির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি (পূর্বে ৭০ টাকা), করলা ৮০ টাকা (২০ টাকা বৃদ্ধি), বরবটি ৬০ টাকা, পটল ৫০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে। এছাড়া, সাজনা ১২০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁচা আম ৫০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

শসার দামে কিছুটা স্বস্তি মিলেছে। দেশি শসা ৬০ টাকা এবং হাইব্রিড শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, লাউ ৫০–৬০ টাকা পিস, টমেটো ৪০–৫০ টাকা, গাজর ১৫০ টাকা এবং মুলা ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

এদিকে সোনালি কক মুরগি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৭০ টাকা এবং লাল লেয়ার ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

মাছের বাজারে সরবরাহ কম। রুই মাছ ৩৫০–৪৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা এবং কই ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজারে দেশি পেঁয়াজ ৫৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পর বাজারে ক্রেতার চাহিদা কম থাকলেও পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পণ্যের দাম স্থিতিশীল বা বেশি রয়েছে। আগামী কয়েক দিনে বাজারে স্বস্তি ফিরে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com