ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই দেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাদের একটা উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। মানবিকতা প্রতিষ্ঠা লাভ করবে। আমরা কি পেয়েছি সেই মানবিক সরকার? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সংগ্রাম করেছিল জননেতা মাওলানা হামিদ খান ভাষানী। আমরা কি পেয়েছি সেই সরকার। শেখ হাসিনা ক্ষমতা পেয়ে ধরে নিয়েছে এই দেশ তার বাপের দেশ, আজীবন শাসন করবে। আমরা বার বার বলেছিলাম জবরদস্তী করে কেউ ক্ষমতায় থাকতে পারবেন না।
আজ গণসংহতি আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথ বলেন।
এসময় তিনি আরো বলেন, এদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ ভাবে এই গণঅভ্যুত্থান সফল করেছে। জুলাই অভ্যুত্থানের একটাই কারণ, যে চেতনায় দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনা বাস্তবায়ন হবে। এদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরা গণসংহতি আন্দোলনের লক্ষ্য-কে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনে বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম রেনু মেম্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের প্রধান সমন্বয়কারী মো. শামীম শিবলী প্রমুখ।