শিশুর মনোযোগ বাড়াতে ভরসা রাখুন যোগে

করোনা প্রাণহানির সঙ্গে সঙ্গে নানাভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে মানসিক ক্ষতির নিরিখে করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিশুদের। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকা, বন্ধুদের সঙ্গে আলাপচারিতার অভাব, নানা কারণেই অবসাদে ভুগছে তারা। সেই অর্থে প্রকাশ করতে না পারলেও তারা মানসিক ভাবে বেশ ভেঙে পড়েছে তা তাদের হাবভাবেই প্রকাশ পায়। সেই থেকেই পড়াশোনার ক্ষতি, ভুল-ভ্রান্তি লেগেই আছে।

 

ধীরে ধীরে স্কুলগুলো খুলতে শুরু করেছে। শিশুদের এই সব বিষয় থেকে বের করে নিয়ে আসা ভীষণ জরুরি। যাতে কোনো রকম বড় সমস্যা হওয়ার আগেই ওদের মন ভালো রাখা যায় সেই দিকে তৎপরতা প্রয়োজন। শিশুদের মন ভালো রাখতে যোগাসন দারুণ কার্যকর। ইদানীং স্কুল এবং প্রি-স্কুলগুলোও যোগাসন কিংবা ব্যায়ামের দিকে ভালো মতো নজর দিচ্ছে। শুধু যোগাসনই নয়, প্রাণায়ম করলেও শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি সম্ভব।

যোগাসন কিংবা ব্যায়াম শিশুর স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়। অবসাদ কাটাতেও এর জুড়ি ভেলা ভার। কোন আসনগুলো শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে জেনে নিন-

 

পদ্মাসন: সহজ এই আসনটি করলে মন শান্ত থাকে। যেকোনো কাজে মনোযোগ বাড়াতে এই আসন কাজে লাগে।

 

বালাসন: উদ্বেগ কমাতে শিশুরা এই যোগাসনটি করতে পারে।

 

বদ্ধা কনাসান :বিচলিত বোধ করলে, এই আসন শিশুদের মানসিক শান্তি দিতে পারে।

 

ভূজঙ্গাসন:ক্লান্তি দূর করতে এই আসন করা যেতে পারে। মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে এই আসন।

 

দেখার পরিবর্তে গল্পের বই পড়ানোর অভ্যাস করান। এতে তাদের মন ও মেজাজ দুই-ই ভালো থাকবে।

শিশুদের যোগাসনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ভুললে চলবে না?

 

চার বছর বয়স হলেই তবেই শিশুদের যোগাসন করানো যেতে পারে, তার আগে নয়! অল্প বয়সে হাড় খুব নরম হয়, ফলে তারা যোগাসনের সময় আঘাত পেতে পারে।

 

যোগাসন সঠিক পদ্ধতিতে করলে তবেই সুফল মিলবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই যোগাসন করানো উচিত।

 

সব শিশুদের জন্য সব যোগাসন উপকারী নাও হতে পারে। আপনার শিশুর কী কী সমস্যা আছে, তা বিশেষজ্ঞকে খুলে বলুন। তারাই বলতে পারবেন, আপনার খুদেটি ঠিক কোন আসনগুলো করতে পারবে এবং কোন আসনে তার সমস্যাগুলো দূর হবে।

 

অনেকের ধারণা, শিশুদের শরীর খুব নমনীয় হওয়ার কারণে তারা যেকোনো যোগাসন খুব সহজেই করতে পারে। এই ধারণা একেবারেই ভুল। প্রথমেই খুব বেশি কঠিন যোগাসন করানো কখনই উচিত নয়। তাদের ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ দিতে হবে।

 

যোগাসনে মন শান্ত হয়। তবে দু’দিন করলেই সেই সুফল পাওয়া যায় না। নিয়মিত যোগাভ্যাস করে যেতে হবে। তবেই মিলবে সুফল।

সূএ:ডেইলি বাংলাদেশ ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘দেশবাসী জামায়াতকে ক্ষমতা দিলে রাজা না হয়ে জনগণের সেবক হবো’

» আওয়ামী লীগ আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে: প্রেস সচিব

» খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক

» কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল

» সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

» এবি পার্টির সভাপতি মঞ্জু, সম্পাদক ফুয়াদ

» ‘শিগগিরই রোডম্যাপ, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর : পররাষ্ট্র উপদেষ্টা

» দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ

» সোশ্যাল মিডিয়ায় ট্রল হলে নিজেকে সামলাবেন যেভাবে

» কানাডার বাংলাদেশি কমিউনিটির সাথে ডলি বেগম এমপিপির মতবিনিময়

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিশুর মনোযোগ বাড়াতে ভরসা রাখুন যোগে

করোনা প্রাণহানির সঙ্গে সঙ্গে নানাভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে মানসিক ক্ষতির নিরিখে করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিশুদের। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকা, বন্ধুদের সঙ্গে আলাপচারিতার অভাব, নানা কারণেই অবসাদে ভুগছে তারা। সেই অর্থে প্রকাশ করতে না পারলেও তারা মানসিক ভাবে বেশ ভেঙে পড়েছে তা তাদের হাবভাবেই প্রকাশ পায়। সেই থেকেই পড়াশোনার ক্ষতি, ভুল-ভ্রান্তি লেগেই আছে।

 

ধীরে ধীরে স্কুলগুলো খুলতে শুরু করেছে। শিশুদের এই সব বিষয় থেকে বের করে নিয়ে আসা ভীষণ জরুরি। যাতে কোনো রকম বড় সমস্যা হওয়ার আগেই ওদের মন ভালো রাখা যায় সেই দিকে তৎপরতা প্রয়োজন। শিশুদের মন ভালো রাখতে যোগাসন দারুণ কার্যকর। ইদানীং স্কুল এবং প্রি-স্কুলগুলোও যোগাসন কিংবা ব্যায়ামের দিকে ভালো মতো নজর দিচ্ছে। শুধু যোগাসনই নয়, প্রাণায়ম করলেও শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি সম্ভব।

যোগাসন কিংবা ব্যায়াম শিশুর স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়। অবসাদ কাটাতেও এর জুড়ি ভেলা ভার। কোন আসনগুলো শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে জেনে নিন-

 

পদ্মাসন: সহজ এই আসনটি করলে মন শান্ত থাকে। যেকোনো কাজে মনোযোগ বাড়াতে এই আসন কাজে লাগে।

 

বালাসন: উদ্বেগ কমাতে শিশুরা এই যোগাসনটি করতে পারে।

 

বদ্ধা কনাসান :বিচলিত বোধ করলে, এই আসন শিশুদের মানসিক শান্তি দিতে পারে।

 

ভূজঙ্গাসন:ক্লান্তি দূর করতে এই আসন করা যেতে পারে। মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে এই আসন।

 

দেখার পরিবর্তে গল্পের বই পড়ানোর অভ্যাস করান। এতে তাদের মন ও মেজাজ দুই-ই ভালো থাকবে।

শিশুদের যোগাসনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ভুললে চলবে না?

 

চার বছর বয়স হলেই তবেই শিশুদের যোগাসন করানো যেতে পারে, তার আগে নয়! অল্প বয়সে হাড় খুব নরম হয়, ফলে তারা যোগাসনের সময় আঘাত পেতে পারে।

 

যোগাসন সঠিক পদ্ধতিতে করলে তবেই সুফল মিলবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই যোগাসন করানো উচিত।

 

সব শিশুদের জন্য সব যোগাসন উপকারী নাও হতে পারে। আপনার শিশুর কী কী সমস্যা আছে, তা বিশেষজ্ঞকে খুলে বলুন। তারাই বলতে পারবেন, আপনার খুদেটি ঠিক কোন আসনগুলো করতে পারবে এবং কোন আসনে তার সমস্যাগুলো দূর হবে।

 

অনেকের ধারণা, শিশুদের শরীর খুব নমনীয় হওয়ার কারণে তারা যেকোনো যোগাসন খুব সহজেই করতে পারে। এই ধারণা একেবারেই ভুল। প্রথমেই খুব বেশি কঠিন যোগাসন করানো কখনই উচিত নয়। তাদের ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ দিতে হবে।

 

যোগাসনে মন শান্ত হয়। তবে দু’দিন করলেই সেই সুফল পাওয়া যায় না। নিয়মিত যোগাভ্যাস করে যেতে হবে। তবেই মিলবে সুফল।

সূএ:ডেইলি বাংলাদেশ ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com