সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
রোববার সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড পেইজে এক পোস্টে এ তথ্য জানান পিনাকী।
তিনি লেখেন, ডা. শফিক ভাইয়ের শরীরের খোঁজ নিলাম। শফিক ভাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। উনার ডিহাইড্রেশন হয়েছিল। প্রচুর ঘেমেছিলেন এর মধ্যে পানি খান নেই। এমআরআই টাই করা হয়েছে। কোনো সমস্যা নেই। আজকে হলটার মনিটরিং হচ্ছে, ২৪ ঘণ্টা চলবে। মানে উনার হৃদস্পন্দনে কোন সমস্যা আছে কিনা দেখবে ডাক্তাররা। আশা করি এটাও ভালো থাকবে। তবে উনাকে একটু বিশ্রাম নিতে হবে। সারা দেশবাসী উনার আশু নিরাময়ের জন্য দোয়া করছে।
উল্লেখ্য, গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তিনি অসুস্থ অবস্থায় বসে বসে সমাবেশের সমাপনী বক্তব্য শেষ করলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ডাক্তারগণ তার বিস্তারিত চেকআপ শেষ করে রিলিজ দিয়ে বাসায় বিশ্রামে পাঠান।