ডেস্ক রিপোর্ট : প্রায় আট বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে মুক্তভাবে লন্ডনে ঈদ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের দিন লন্ডন থেকে দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ও করেছেন তিনি। এবার ছেলে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনে পার্কে ঘুরেছেন। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া হুইল চেয়ারে বসা এবং তার পাশে হাঁটছেন তারেক রহমানসহ অন্যরা।
বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে যুক্তরাজ্যের একটি পার্কে খালেদা জিয়াকে ঘুরতে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন।
লন্ডনে ঈদ উদযাপিত হয় গত রোববার (৩০ মার্চ)। সেদিনের পারিবারিক ছবিতে বড় ছেলে তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে বেশ ফুরফুরে ও হাস্যোজ্জ্বল দেখা যায়।