রোমে পালিত হলো ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস, রোম-এ ২ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’।

 

দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সরকার প্রযোজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

 

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীতে জুলাই গণআন্দোলনে যুব সমাজের অংশগ্রহণ ও রাজনৈতিক পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। তাঁরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেন,’জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

 

তিনি বৈধপথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা এবং গত এক বছরে সরকার নেওয়া প্রবাসীবান্ধব নানা উদ্যোগ তুলে ধরেন।

 

রাষ্ট্রদূত জানান, অভিবাসী কর্মীদের প্রবাসে এবং দেশে ফেরার পর সুরক্ষিত জীবনযাপনের জন্য সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। তিনি প্রবাসীদের আহ্বান জানান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন: মির্জা ফখরুল

» খালের মধ্যে কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে আছে: গয়েশ্বর

» ‘দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারেক রহমানকেও দিতে পারবে’: হান্নান মাসউদ

» বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন, আপনারা কারা?: জাপা মহাসচিবকে রিজভী

» নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

» প্রধান উপদেষ্টার সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত

» ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত : ফারুকী

» ব্র্যাক ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পদে নিয়োগপ্রাপ্ত হলেন তারেক রেফাত উল্লাহ খান

» ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশন ২০২৫ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

» পুলিশ বাহিনীতে গড়ে উঠেছিল ২ গ্রুপ, নেতৃত্বে ছিলেন হাবিব-মনির

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রোমে পালিত হলো ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস, রোম-এ ২ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’।

 

দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সরকার প্রযোজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

 

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীতে জুলাই গণআন্দোলনে যুব সমাজের অংশগ্রহণ ও রাজনৈতিক পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। তাঁরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেন,’জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

 

তিনি বৈধপথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা এবং গত এক বছরে সরকার নেওয়া প্রবাসীবান্ধব নানা উদ্যোগ তুলে ধরেন।

 

রাষ্ট্রদূত জানান, অভিবাসী কর্মীদের প্রবাসে এবং দেশে ফেরার পর সুরক্ষিত জীবনযাপনের জন্য সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। তিনি প্রবাসীদের আহ্বান জানান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com