ছবি : সংগৃহীত
আগামীকাল ৯ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এ সময়ে মোট ৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
আজ বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান।
এর মধ্যে ভ্যাট কাস্টমস সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের বেঞ্চ।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচজারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দেওয়ানী ও আপিল সংক্রান্ত মামলা শুনবেন।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত মামলা শুনবেন।
বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত মামলা শুনবেন।
বিচারপতি মো. খায়রুল আলমের একক বেঞ্চ দেওয়ানী সংক্রান্ত মামলা শুনাবেন।
বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অতীব জরুরি ভ্যাট কাস্টমস সংক্রান্ত মামলা শুনবেন।
বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি করবেন। বিচারপতি বজলুর রহমানের একক বেঞ্চ সাকসেশন মামলা শুনবেন।