আবু সালেহ মুসা:
সালাম,বরকত,রফিক,
তোমরা অকুতোভয় দেশপ্রেমিক,
দেশমাতৃকায় তোমরা অগ্রপথিক,
রাষ্ট্রভাষা রক্ষায় তোমরা মূর্তপ্রতীক।
পদ্মা,মেঘনা,যমুনা,
দেশপ্রেমে তোমরাই বাঙালির প্রেরণা,
তাই তোমাদের করি আরাধনা।
১৯৫২ সালে,পাকিস্তানি শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করে,
১৪৪ ধারা ভঙ্গ করে,
বুকের তাজা রক্ত বিলিয়ে দিলে,
বাংলা রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার নিমিত্তে।
পৃথিবীর বুকে নতুন ইতিহাস রচনা করে,
তোমরা মিশে থাকবে প্রতিটা বাংলা ভাষা বাসির অন্তরে,
১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারে,
১৬ কোটি বাঙালির হৃদয়ের গভীরে,
বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে!!
Facebook Comments Box