আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি: রায়পুর পান বাজার ও মহিলা কলেজ এলাকায় পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে তিন মাস ধরে পৌর সাপ্লাই পানির লাইন কেটে ফেলার কারণে এলাকাবাসীর চরম ভোগান্তি চলছে। প্রতিদিন পানির জন্য হাহাকার করছে সাধারণ মানুষ। কেউ কেউ বাধ্য হয়ে দূরদূরান্ত থেকে পানি কিনে ব্যবহার করছেন।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনের কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় পানির লাইন কেটে ফেলা হয়। কিন্তু এতদিনেও রায়পুর পৌরসভা পানির লাইন পুনঃসংযোগের কোনো উদ্যোগ নেয়নি।
একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রায়পুর পৌরসভার পানির লাইন তিন মাস ধরে বন্ধ। পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। অথচ পৌরসভা চুপচাপ বসে আছে।
এলাকাবাসী দ্রুত পৌর কর্তৃপক্ষের কাছে পানির লাইন মেরামতের দাবি জানিয়েছেন।