রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

 তাজরীন মল্লিক (আরডি): পবিত্র রমজান মাসে সারা দিনের রোজা শেষে আমরা পরিবার-পরিজনের সঙ্গে ইফতারে শামিল হই। মুসলিমদের কাছে এ মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের উপমহাদেশীয় সংস্কৃতিতে এ সময় উচ্চ ক্যালরির খাবার গ্রহণের চর্চা হয়ে আসছে দীর্ঘদিন ধরে, তাছাড়া অন্যান্য সময়ের তুলনায় শারীরিক কসরতও কম হয়ে থাকে এ মাসে। তবে যারা সুস্বাস্থ্য বজায় রাখার ব্যাপারে সচেতন তারা এসময় একটি স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস চর্চার মাধ্যমে দারুণভাবে উপকৃত হতে পারেন। বিভিন্ন গবেষণা থেকে এটাও দেখা গেছে কিছু সহজ নির্দেশনা মেনে চলার মাধ্যমে এসময় ওজন কমানোর পাশাপাশি রক্তচাপ ও শরীরে কোলস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করা সম্ভব।       

 

শরীরে রোজার প্রভাব
শরীরের শক্তির মূল উৎস গ্লুকোজ, যা মূলত আমরা কার্বোহাইড্রেট বা শর্করা থেকে পেয়ে থাকি। গ্লুকোজ আমাদের মস্তিষ্ক, পেশি ও কোষে কর্মশক্তি জোগায় এবং অবশিষ্ট গ্লুকোজ যকৃৎ ও পেশিতে চর্বি আকারে জমা থাকে। সর্বশেষ খাবার গ্রহণের ৮ ঘণ্টা পর থেকে শরীরে ফাস্টিং (রোজা) মোড চালু হয়ে যায়। এ সময় শরীরের সঞ্চিত গ্লুকোজ যখন শেষ হয়ে আসে শরীর তখন শক্তির জন্য চর্বি গলানো শুরু করে, যার ফলস্বরূপ ওজন কমতে শুরু করে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো রোজা অবস্থায় শরীর কিন্তু পানি সঞ্চিত রাখতে পারে না। ফলে এ সময় যে পরিমাণ পানি শরীর থেকে চলে গেছে কিডনি তা ধরে রাখার চেষ্টা করে। রোজা রাখা অবস্থায় শরীরকে অবসাদ ও পানিশূন্যতা মুক্ত রাখতে হলে ইফতার ও সাহরির মধ্যকার সময়ে সুষম পুষ্টি ও পর্যাপ্ত পানি গ্রহণের কোনো বিকল্প নেই।

 

সাহরি ও ইফতারে যা খাওয়া যেতে পারে

 

 

ইফতার ও সাহরির খাবারে খাদ্যের সব গ্রুপ থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ নিশ্চিত করতে হবে :

– দীর্ঘ সময়ের জন্য শক্তি পেতে জটিল শর্করা গ্রহণ (হোল গ্রেইনস-ওটস, বার্লি, লাল রুটি ও চাল, ফলমূল ও শাকসবজি, ডাল)
– প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পেতে এবং পানিশূন্যতা রোধে রসালো ফল ও আঁশযুক্ত সবজি (যেমন- তরমুজ, শসা, টমেটো, লেটুস) খাওয়া
– ক্যালসিয়াম, রিবোফ্লেভিন ও আয়োডিনের জন্য কম চর্বিযুক্ত ডেইরি পণ্য (টক দই, লো-ফ্যাট বা কম চর্বি যুক্ত দুধ)
– পেশিশক্তি নিশ্চিত করতে প্রোটিনসমৃদ্ধ খাবার (মাছ, মাংস, ডিম, ডাল, দুধ)
– পুষ্টি চাহিদা পূরণে স্বল্প পরিমাণে স্বাস্থ্যকর চর্বি (অলিভ অয়েল, বাদাম, বিভিন্ন বীজ)

সাহরি প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ হালকা খাবার খাওয়া উচিত। দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখতে ও পানিশূন্যতা থেকে মুক্ত থাকতে হোল গ্রেইন ও তরল খাবারকে প্রাধান্য দিতে হবে।

 

ইফতার ঐতিহ্যের অংশ হিসেবে ১-২টা খেজুর দিয়ে ইফতার শুরু করা যেতে পারে। উল্লেখ্য, খেজুর আঁশ, পটাসিয়াম ও ক্যালরির অনন্য উৎস। ইফতারে ধীরে খাবার গ্রহণ করা উচিত, তাড়াহুড়ো করে খেতে গেলে বুক জ্বালা-পোড়া ও বমিভাব হওয়ার আশঙ্কা থাকে।

 

পর্যাপ্ত পানি পান কোষ্ঠকাঠিন্য ও পানিশূন্যতা রোধে ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়ে কমপক্ষে দেড় থেকে দুই লিটার পানীয় বা তরল খাবার গ্রহণ করতে হবে। পানি খাওয়ার সময়ও তাড়াহুড়ো করা যাবে না, কেননা দ্রুত পানি খেতে গেলে বমিভাব হতে পারে। পানি কোনোরকম ক্যালরিযুক্ত করা ছাড়াই শরীরকে সতেজ রাখে। দুধ এবং রসালো ফলসমূহ চিনি ছাড়া খেতে পারাই উত্তম।

 

যেসব খাবার এড়িয়ে চলা উত্তম লবণ, মশলা ও টক লবণাক্ত ও ঝাল খাবার (বিভিন্ন আচার, জলপাই/টক ফল, ভাজাপোড়া) এড়িয়ে চলা উচিত, কেননা এসব খাবার শরীরের পানি শোষণ করে নেয়, অ্যাসিডিটি ও পিপাসা বাড়িয়ে দেয়।

 

চিনি, প্রক্রিয়াজাত ও ডুবো তেলে ভাজা খাবার- এসব খাবারের পুষ্টিগুণ কম, ওজন বাড়ায়, বদহজম হয় এবং পিপাসার্ত করে তোলে।

ক্যাফেইন- চা এবং কফিতে ক্যাফেইন থাকায় তা শরীর থেকে দ্রুত পানি নির্গত করে দেয়।

কোমল পানীয়- কার্বোনেটেড ড্রিংকস বা কোমল পানীয়তে থাকা কার্বন পেট ভারি করে দেয়, যার ফলে গা গুলানো ভাব তৈরি হতে পারে এবং শরীরকে সঠিকভাবে তরল ব্যবহারে বাধা দেয়।

ঠাণ্ডা পানীয়- ইফতারের শুরুতে বরফ-ঠাণ্ডা তরল গ্রহণ করলে হজমে সমস্যা দেখা দিতে পারে। হালকা ঠাণ্ডা খাবার গ্রহণ করা উচিত এবং অবশ্যই তা যেন ধীরে গ্রহণ করা হয়।

অসুস্থ ব্যক্তি বিশেষ করে গর্ভবতী নারী, স্তন্যধাত্রী মা এবং ডায়াবেটিস রোগীর রোজা শুরুর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

লেখক: ভিসিটিং স্পেশালিস্ট কনসালট্যান্ট, প্রাভা হেলথ।।     সূএ:বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইফতারের সময় হয়েছে ভেবে খেলে রোজা শুদ্ধ হবে?

» মশার কামড়ে গায়ে চাকা চাকা দাগ হলে কী করবেন?

» মাটিভর্তি ট্রাকের ধাক্কায় অটোভ্যান দুমড়ে-মুচড়ে চালক নিহত

» ২ ফিলিস্তিনিকে হত্যা করে বুলডোজার দিয়ে বালুচাপা দিলো ইসরায়েল

» বিএনপি ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছিল: ওবায়দুল কাদের

» চেক প্রতারণার মামলা ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

» রাম চরণকে কিয়ারার জন্মদিনের শুভেচ্ছা

» একনেকে ১১ প্রকল্প অনুমোদন

» চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

» জিম্মি নাবিক-জাহাজ উদ্ধার নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

 তাজরীন মল্লিক (আরডি): পবিত্র রমজান মাসে সারা দিনের রোজা শেষে আমরা পরিবার-পরিজনের সঙ্গে ইফতারে শামিল হই। মুসলিমদের কাছে এ মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের উপমহাদেশীয় সংস্কৃতিতে এ সময় উচ্চ ক্যালরির খাবার গ্রহণের চর্চা হয়ে আসছে দীর্ঘদিন ধরে, তাছাড়া অন্যান্য সময়ের তুলনায় শারীরিক কসরতও কম হয়ে থাকে এ মাসে। তবে যারা সুস্বাস্থ্য বজায় রাখার ব্যাপারে সচেতন তারা এসময় একটি স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস চর্চার মাধ্যমে দারুণভাবে উপকৃত হতে পারেন। বিভিন্ন গবেষণা থেকে এটাও দেখা গেছে কিছু সহজ নির্দেশনা মেনে চলার মাধ্যমে এসময় ওজন কমানোর পাশাপাশি রক্তচাপ ও শরীরে কোলস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করা সম্ভব।       

 

শরীরে রোজার প্রভাব
শরীরের শক্তির মূল উৎস গ্লুকোজ, যা মূলত আমরা কার্বোহাইড্রেট বা শর্করা থেকে পেয়ে থাকি। গ্লুকোজ আমাদের মস্তিষ্ক, পেশি ও কোষে কর্মশক্তি জোগায় এবং অবশিষ্ট গ্লুকোজ যকৃৎ ও পেশিতে চর্বি আকারে জমা থাকে। সর্বশেষ খাবার গ্রহণের ৮ ঘণ্টা পর থেকে শরীরে ফাস্টিং (রোজা) মোড চালু হয়ে যায়। এ সময় শরীরের সঞ্চিত গ্লুকোজ যখন শেষ হয়ে আসে শরীর তখন শক্তির জন্য চর্বি গলানো শুরু করে, যার ফলস্বরূপ ওজন কমতে শুরু করে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো রোজা অবস্থায় শরীর কিন্তু পানি সঞ্চিত রাখতে পারে না। ফলে এ সময় যে পরিমাণ পানি শরীর থেকে চলে গেছে কিডনি তা ধরে রাখার চেষ্টা করে। রোজা রাখা অবস্থায় শরীরকে অবসাদ ও পানিশূন্যতা মুক্ত রাখতে হলে ইফতার ও সাহরির মধ্যকার সময়ে সুষম পুষ্টি ও পর্যাপ্ত পানি গ্রহণের কোনো বিকল্প নেই।

 

সাহরি ও ইফতারে যা খাওয়া যেতে পারে

 

 

ইফতার ও সাহরির খাবারে খাদ্যের সব গ্রুপ থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ নিশ্চিত করতে হবে :

– দীর্ঘ সময়ের জন্য শক্তি পেতে জটিল শর্করা গ্রহণ (হোল গ্রেইনস-ওটস, বার্লি, লাল রুটি ও চাল, ফলমূল ও শাকসবজি, ডাল)
– প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পেতে এবং পানিশূন্যতা রোধে রসালো ফল ও আঁশযুক্ত সবজি (যেমন- তরমুজ, শসা, টমেটো, লেটুস) খাওয়া
– ক্যালসিয়াম, রিবোফ্লেভিন ও আয়োডিনের জন্য কম চর্বিযুক্ত ডেইরি পণ্য (টক দই, লো-ফ্যাট বা কম চর্বি যুক্ত দুধ)
– পেশিশক্তি নিশ্চিত করতে প্রোটিনসমৃদ্ধ খাবার (মাছ, মাংস, ডিম, ডাল, দুধ)
– পুষ্টি চাহিদা পূরণে স্বল্প পরিমাণে স্বাস্থ্যকর চর্বি (অলিভ অয়েল, বাদাম, বিভিন্ন বীজ)

সাহরি প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ হালকা খাবার খাওয়া উচিত। দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখতে ও পানিশূন্যতা থেকে মুক্ত থাকতে হোল গ্রেইন ও তরল খাবারকে প্রাধান্য দিতে হবে।

 

ইফতার ঐতিহ্যের অংশ হিসেবে ১-২টা খেজুর দিয়ে ইফতার শুরু করা যেতে পারে। উল্লেখ্য, খেজুর আঁশ, পটাসিয়াম ও ক্যালরির অনন্য উৎস। ইফতারে ধীরে খাবার গ্রহণ করা উচিত, তাড়াহুড়ো করে খেতে গেলে বুক জ্বালা-পোড়া ও বমিভাব হওয়ার আশঙ্কা থাকে।

 

পর্যাপ্ত পানি পান কোষ্ঠকাঠিন্য ও পানিশূন্যতা রোধে ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়ে কমপক্ষে দেড় থেকে দুই লিটার পানীয় বা তরল খাবার গ্রহণ করতে হবে। পানি খাওয়ার সময়ও তাড়াহুড়ো করা যাবে না, কেননা দ্রুত পানি খেতে গেলে বমিভাব হতে পারে। পানি কোনোরকম ক্যালরিযুক্ত করা ছাড়াই শরীরকে সতেজ রাখে। দুধ এবং রসালো ফলসমূহ চিনি ছাড়া খেতে পারাই উত্তম।

 

যেসব খাবার এড়িয়ে চলা উত্তম লবণ, মশলা ও টক লবণাক্ত ও ঝাল খাবার (বিভিন্ন আচার, জলপাই/টক ফল, ভাজাপোড়া) এড়িয়ে চলা উচিত, কেননা এসব খাবার শরীরের পানি শোষণ করে নেয়, অ্যাসিডিটি ও পিপাসা বাড়িয়ে দেয়।

 

চিনি, প্রক্রিয়াজাত ও ডুবো তেলে ভাজা খাবার- এসব খাবারের পুষ্টিগুণ কম, ওজন বাড়ায়, বদহজম হয় এবং পিপাসার্ত করে তোলে।

ক্যাফেইন- চা এবং কফিতে ক্যাফেইন থাকায় তা শরীর থেকে দ্রুত পানি নির্গত করে দেয়।

কোমল পানীয়- কার্বোনেটেড ড্রিংকস বা কোমল পানীয়তে থাকা কার্বন পেট ভারি করে দেয়, যার ফলে গা গুলানো ভাব তৈরি হতে পারে এবং শরীরকে সঠিকভাবে তরল ব্যবহারে বাধা দেয়।

ঠাণ্ডা পানীয়- ইফতারের শুরুতে বরফ-ঠাণ্ডা তরল গ্রহণ করলে হজমে সমস্যা দেখা দিতে পারে। হালকা ঠাণ্ডা খাবার গ্রহণ করা উচিত এবং অবশ্যই তা যেন ধীরে গ্রহণ করা হয়।

অসুস্থ ব্যক্তি বিশেষ করে গর্ভবতী নারী, স্তন্যধাত্রী মা এবং ডায়াবেটিস রোগীর রোজা শুরুর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

লেখক: ভিসিটিং স্পেশালিস্ট কনসালট্যান্ট, প্রাভা হেলথ।।     সূএ:বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com