ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও কানাডায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে আগামী রবিবার। সবগুলো মসজিদ থেকেই ঈদ জামায়াতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে তিন হাজারের অধিক মসজিদের ব্যবস্থাপনায়, আবার কোথাও মসজিদের ব্যবস্থাপনায় বড় অডিটরিয়ামে ঈদ জামাতের পাশাপাশি নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগানসহ বেশ কয়েকটি রাজ্যে খোলা ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
গাজায় ইসরায়েলি বর্বরতার পরিপ্রেক্ষিতে ঈদ জামায়াতে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানা গেছে।
কম্যুনিটি সূত্রে জানা গেছে, লক্ষাধিক প্রবাসী পশু কুরবানি করবেন ঈদের দিন। আমেরিকায় সাপ্তাহিক ছুটির দিন ঈদ হওয়ায় সর্বস্তরে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে। তবে নিউইয়র্কের শিক্ষার্থীরা খুশী নন। কারণ, রোববার হচ্ছে ছুটির দিন। অর্থাৎ স্কুলে ছুটির মাধ্যমে ঈদ উদযাপনের মজা তারা উপভোগ করতে পারবেন না। আগের মতো এবারও অনেকে স্বজনের সাথে ঈদ উদযাপনের জন্যে বাংলাদেশে যাননি।
সূএ:বাংলাদেশ প্রতিদিন