মূল: দ্য ড্রিমস, লেখক নাগিব মাহফুজ:
চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন দিক থেকে অপরিচিত লোকজন আসছিল আমাদের এলাকায়। হঠাৎ আবার উধাও হয়েও যাচ্ছিল। যুদ্ধ শুরুর গুজব ছড়াচ্ছিল। উল্কার মতো দ্রুতগতিতে। সবার মুখে একটা শব্দই শুধু শোনা যাচ্ছিল- ‘যুদ্ধ’। বার বার।
বিভ্রান্তি ও অস্বস্তি ছড়িয়ে যাচ্ছিল। বহুদূর পর্যন্ত। দেখতে পেলাম আমাদের চারপাশের লোকজন প্রয়োজনীয় দ্রব্য ও সরবরাহ মজুত করছে। সেই অস্থিরতার দিনগুলোতে আমি তখনও ভেবে পাচ্ছিলাম না আমাদের এখানে থাকা উচিৎ, নাকি পালিয়ে বিদেশে চলে যাওয়া উচিৎ। যদি চলে যেতেই হয়, তাহলে কোন দেশে যাওয়া উচিৎ?
আমি চাচ্ছিলাম একটা নিশ্চিত নিরাপদ জায়গায় চলে যেতে। বিপদ থেকে দূরে। এই সময়ে নিরাপত্তা বাহিনীর একটা লোক এলো আমার কাছে। বলল, “তোমাদের পরিবারে কি বাইরের কাউকে আশ্রয় দেওয়া যাবে?”
চারদিকে অস্থিরতা বাড়ছিল। আমার মা একটা বিরাট বাড়িতে বাস করতেন। তিনি বললেন যে, বাড়িতে একটা পুরো পরিবারকে তিনি রাখতে পারবেন। আমিও সিদ্ধান্ত নিলাম একটি কক্ষ ছেড়ে দিতে। যেখানে দুইজন থাকতে পারবে।
গোলযোগ বাড়ছিল। আমরা স্বাধীনভাবে কথা বলতেও ভয় পাচ্ছিলাম। একদিন একজন গুপ্তচর আমাদের বাড়িতে এলো। আমাকে তার সাথে স্টেশনে যেতে বলল। আমি তাকে জিগ্যেস করলাম যে, আমাকে তলব করার কারণ কী? সে অত্যন্ত কদর্যভাবে আমাকে বলল যে, সে জানে না। পরের মুহুর্তেই আমাদের আলাপচারিতা সতর্কতামূলক সাইরেনের উচ্চ শব্দের নীচে ঢাকা পড়ে গেল। যুদ্ধ আমাদের এলাকা পর্যন্ত চলে এসেছে। এতো দ্রুত! সূএ:ডেইলি বাংলাদেশ