যুদ্ধবিরতির পরও অমৃতসরে বিস্ফোরণ, জারি রেড অ্যালার্ট

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতির পরও ভারতের ভূখণ্ডে পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এই অভিযোগকে আরও জোরালো করেছে পাঞ্জাবের কেন্দ্রীয় শহর অমৃতসরের সাম্প্রতিক ঘটনা। শহরটিতে রেড অ্যালার্ট জারি করেছেন জেলা প্রশাসক।

 

গতকাল রাতে অমৃতসর শহরে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই নগর প্রশাসন পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (ব্ল্যাকআউট) করে দেয়। পরে ভোর পৌনে ৫টা থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

 

রবিবার সকালে এক বিবৃতিতে অমৃতসরের জেলা প্রশাসক বলেন, “আপনাদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে আমরা বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক করছি। কিন্তু মনে রাখতে হবে, বিপদ এখনও কাটেনি। অমৃতসর শহর ও জেলায় সতর্কতা জারি করা হয়েছে। নগরবাসীকে অনুরোধ করছি, অত্যাবশ্যক প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। ঘরের ভেতর থাকুন এবং জানালার কাছে না যাওয়ার পরামর্শ রইল। ঝুঁকি কেটে গেলে দ্রুততম সময়ের মধ্যে সবুজ সংকেত জারি করা হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং ভয়ের কিছু নেই।”

 

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা উত্তেজনার জেরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান। এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।

 

টানা কয়েক দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারতের অভিযোগ, যুদ্ধবিরতির পরও পাকিস্তান হামলা চালিয়ে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, “সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সশস্ত্র বাহিনী।”

 

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: এএনআই

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপুর্ণ অংশগ্রহণ ছিল : আফরোজা আব্বাস

» আমরা জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না : এ্যানি

» ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২৪ সেপ্টেম্বর

» সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার

» জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল’ অনিয়ম আর নাটকিয়তায় শেষ হলো ফাইনাল

» পলাশে প্রেসক্লাবের পক্ষ থেকে ৪৯  শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

» বাগেরহাটে পেঁপে চাষে কৃষকের ভাগ্য বদল  ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি     

» এনার্জিপ্যাকের চতুর্থবারের মত সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন

» বাগেরহাটে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ: “মাজাই বাজার” উদ্বোধন

» দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুদ্ধবিরতির পরও অমৃতসরে বিস্ফোরণ, জারি রেড অ্যালার্ট

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতির পরও ভারতের ভূখণ্ডে পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এই অভিযোগকে আরও জোরালো করেছে পাঞ্জাবের কেন্দ্রীয় শহর অমৃতসরের সাম্প্রতিক ঘটনা। শহরটিতে রেড অ্যালার্ট জারি করেছেন জেলা প্রশাসক।

 

গতকাল রাতে অমৃতসর শহরে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই নগর প্রশাসন পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (ব্ল্যাকআউট) করে দেয়। পরে ভোর পৌনে ৫টা থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

 

রবিবার সকালে এক বিবৃতিতে অমৃতসরের জেলা প্রশাসক বলেন, “আপনাদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে আমরা বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক করছি। কিন্তু মনে রাখতে হবে, বিপদ এখনও কাটেনি। অমৃতসর শহর ও জেলায় সতর্কতা জারি করা হয়েছে। নগরবাসীকে অনুরোধ করছি, অত্যাবশ্যক প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। ঘরের ভেতর থাকুন এবং জানালার কাছে না যাওয়ার পরামর্শ রইল। ঝুঁকি কেটে গেলে দ্রুততম সময়ের মধ্যে সবুজ সংকেত জারি করা হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং ভয়ের কিছু নেই।”

 

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা উত্তেজনার জেরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান। এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।

 

টানা কয়েক দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারতের অভিযোগ, যুদ্ধবিরতির পরও পাকিস্তান হামলা চালিয়ে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, “সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সশস্ত্র বাহিনী।”

 

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: এএনআই

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com