মেয়ের নামে ২৫০ কোটির রাজপ্রাসাদ বানালেন রণবীর-আলিয়া

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট আবারও শিরোনামে—এবার তাদের নতুন রাজকীয় বাড়ি ঘিরে। মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলে বহু প্রতীক্ষিত তাদের স্বপ্নের এই নতুন বাড়ির নির্মাণ সম্পন্ন হয়েছে। শিগগিরই সেখানে আবাস গড়বেন এই জনপ্রিয় জুটি। খবর টাইমস নাও-এর।

 

তবে এই বাড়ির সবচেয়ে আলোচনাযোগ্য দিক হলো, এটি রণবীর বা আলিয়ার নামে নয়—নিবন্ধিত হয়েছে তাদের কন্যা রাহা কাপুরের নামে। পরিবারকে ঘিরে গড়া এই আবাস শুধু বিলাসের নয়, এক গভীর আবেগ ও ভবিষ্যতের বিনিয়োগও বটে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া ভাট তার শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে নতুন বাড়ি পরিদর্শনে যান। ফিরে যাওয়ার সময় বউ-শাশুড়ির আবেগঘন আলিঙ্গন ক্যামেরায় ধরা পড়ে, যা অনলাইনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

 

ছয়তলা বিশিষ্ট এই প্রাসাদতুল্য বাড়ির ছাদে রয়েছে সবুজ বাগান, বারান্দা জুড়ে লতাগুল্মে ছাওয়া শৈল্পিক সৌন্দর্য, আর পুরো বাড়ির ধূসর রঙ একে দিয়েছে রাজকীয় ও মার্জিত আবহ।

 

রিপোর্ট অনুযায়ী, এই বাড়ির বাজারমূল্য প্রায় ২৫০ কোটি রুপি, যা মুম্বাইয়ের তারকাদের মধ্যে সবচেয়ে দামি আবাসন হিসেবে বিবেচিত হচ্ছে। শাহরুখ খানের ‘মান্নাত’ যেখানে প্রায় ২০০ কোটি রুপি, সেখানে রাহার এই ভবিষ্যৎ আস্তানা তার চেয়েও ৫০ কোটি বেশি দামের। অমিতাভ বচ্চনের ‘জলসা’র দাম প্রায় ১২০ কোটি রুপি।

 

আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত যশরাজ ফিল্মসের ‘আলফা’ ছবির শুটিং নিয়ে। ছবিটিতে তাকে দেখা যাবে এক অ্যাকশনধর্মী চরিত্রে, যেখানে তার সহশিল্পী শর্বরী ও ববি দেওল। পাশাপাশি তিনি অভিনয় করছেন সঞ্জয় লীলা বনসালীর বহুল আলোচিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এতে একসঙ্গে পর্দায় আসছেন আলিয়া, স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

 

অন্যদিকে রণবীর কাপুর ফিরছেন পৌরাণিক চরিত্রে। তিনি অভিনয় করছেন নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ ছবিতে। ছবিটিতে রণবীরের চরিত্র রাম, যেখানে যশ থাকবেন রাবণ এবং সাই পল্লবীকে দেখা যাবে সীতা চরিত্রে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান

» চোরদের হাতে নয়, দেশের চাবি তুলে দিতে চাই সৎ চৌকিদারদের হাতে : ডা. শফিকুর

» অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান : জামায়াতকে ফারুক

» অন্তর্বর্তী সরকার শ্রমিকবান্ধব না হলে আর কে হবে: উপ-প্রেস সচিব

» ফোনে যেসব নম্বর থেকে কল পেলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

» ‘নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ’

» মেসিদের সঙ্গে লাতিন অঞ্চলে আরও যাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত

» নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» পাঁচ মামলার আসামি গ্রেফতার

» শাহরুখের ‘কিং’ ছবির লুক ফাঁস

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেয়ের নামে ২৫০ কোটির রাজপ্রাসাদ বানালেন রণবীর-আলিয়া

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট আবারও শিরোনামে—এবার তাদের নতুন রাজকীয় বাড়ি ঘিরে। মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলে বহু প্রতীক্ষিত তাদের স্বপ্নের এই নতুন বাড়ির নির্মাণ সম্পন্ন হয়েছে। শিগগিরই সেখানে আবাস গড়বেন এই জনপ্রিয় জুটি। খবর টাইমস নাও-এর।

 

তবে এই বাড়ির সবচেয়ে আলোচনাযোগ্য দিক হলো, এটি রণবীর বা আলিয়ার নামে নয়—নিবন্ধিত হয়েছে তাদের কন্যা রাহা কাপুরের নামে। পরিবারকে ঘিরে গড়া এই আবাস শুধু বিলাসের নয়, এক গভীর আবেগ ও ভবিষ্যতের বিনিয়োগও বটে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া ভাট তার শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে নতুন বাড়ি পরিদর্শনে যান। ফিরে যাওয়ার সময় বউ-শাশুড়ির আবেগঘন আলিঙ্গন ক্যামেরায় ধরা পড়ে, যা অনলাইনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

 

ছয়তলা বিশিষ্ট এই প্রাসাদতুল্য বাড়ির ছাদে রয়েছে সবুজ বাগান, বারান্দা জুড়ে লতাগুল্মে ছাওয়া শৈল্পিক সৌন্দর্য, আর পুরো বাড়ির ধূসর রঙ একে দিয়েছে রাজকীয় ও মার্জিত আবহ।

 

রিপোর্ট অনুযায়ী, এই বাড়ির বাজারমূল্য প্রায় ২৫০ কোটি রুপি, যা মুম্বাইয়ের তারকাদের মধ্যে সবচেয়ে দামি আবাসন হিসেবে বিবেচিত হচ্ছে। শাহরুখ খানের ‘মান্নাত’ যেখানে প্রায় ২০০ কোটি রুপি, সেখানে রাহার এই ভবিষ্যৎ আস্তানা তার চেয়েও ৫০ কোটি বেশি দামের। অমিতাভ বচ্চনের ‘জলসা’র দাম প্রায় ১২০ কোটি রুপি।

 

আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত যশরাজ ফিল্মসের ‘আলফা’ ছবির শুটিং নিয়ে। ছবিটিতে তাকে দেখা যাবে এক অ্যাকশনধর্মী চরিত্রে, যেখানে তার সহশিল্পী শর্বরী ও ববি দেওল। পাশাপাশি তিনি অভিনয় করছেন সঞ্জয় লীলা বনসালীর বহুল আলোচিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এতে একসঙ্গে পর্দায় আসছেন আলিয়া, স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

 

অন্যদিকে রণবীর কাপুর ফিরছেন পৌরাণিক চরিত্রে। তিনি অভিনয় করছেন নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ ছবিতে। ছবিটিতে রণবীরের চরিত্র রাম, যেখানে যশ থাকবেন রাবণ এবং সাই পল্লবীকে দেখা যাবে সীতা চরিত্রে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com