ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার একটি কবরস্থানে রাতের আঁধারে ৭টি মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ওই কবরস্থানের কবর খুঁড়ে খুলি চুরি করার চিত্র দেখতে পেয়েছেন স্থানীয়রা।
বুধবার দিবাগত রাতের যে কোনো সময় জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা , রাতের আঁধারে কবর খুঁড়ে রাখার খবর পেয়ে তারা আজ সকাল ৮টার দিকে কবরস্থানে ছুটে আসেন। এসময় তারা কবরের মাটি খুঁড়ে রাখাসহ ভেতরের বাঁশ এলোমেলো অবস্থায় পড়ে থাকার চিত্র দেখতে পান। তাদের দাবি, ৭টি কবরের খুলি নিয়ে গেছে।
শ্রীনগর থানার এসআই শরীফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পশ্চিম সিংপাড়া কবরস্থানে ছুটে যায় পুলিশ। কবর খুঁড়ে রাখার দৃশ্য প্রত্যক্ষ করেন তারা।