রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই উপলক্ষে মালয়শিয়া কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুমে এক জমকালো আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ফোরাম, মালয়শিয়া (বারফোম)-এর সভাপতি পিএইচডি স্কলার লিওরনা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোসেফ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাসোসিয়েট, প্রফেসর ডা. আবুল বাসার, অ্যাসোসিয়েট প্রফেসর ড. এম আব্দুর রহমান, এসিস্ট্যান্ট প্রফেসর হুমায়ূন কবির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ব্যবসায়ী ও বারফোমের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাসেল খান, মনসুর আল বাসার সোহেল, রিশাদ বিন আব্দুল্লাহ, লাল মোহাম্মদ, জাকির হোসেন, কামরুল, নাদিম, বারফোমের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সভাপতি মম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান, ইতি, জিদান, শৈকত, তিলোত্তমা, মওদুদ মোল্লা এবং বারফোমের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকল বাংলাদেশি উপদেষ্টা শিক্ষক মন্ডলী, ব্যবসায়ী উপদেষ্টা এবং মিডিয়া উপদেষ্টা মন্ডলীর হাতে সম্মাননা ক্রেষ্ট এবং উপহার প্রদান করেন বারফোমের সভাপতি লিওরণা চৌধুরী, সাধারণ সম্পদক জোসেফ লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠানে মালয়শিয়ায় অধ্যায়নরত বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রবাসীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি করা হয়।