সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মালয়েশিয়াতে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। প্রবাসী বাংলাদেশি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারতের মুসলিম কমিউনিটি এতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নেয়।
মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত প্রায় প্রত্যেক এলাকায়ই প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় গড়ে ওঠা ছোট বড় মসজিদ গুলোতে পবিত্র শবে বরাতের সন্ধ্যা নামতেই উপচে পড়া ভিড় দেখা যায়। আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় ইবাদত বন্দেগিতে শামিল হন সবাই।
বাংলাদেশি প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন।
মহিমান্বিত এ রজনীতে প্রিয় মাতৃভুমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রবাসীরা বিশেষ দোয়া ও মোনাজাত করেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন