সৈয়দ বোরহান কবীর :রবিবার সকাল। বাসা থেকে অফিসের উদ্দেশ্যে যাত্রা করেছি। সপ্তাহের প্রথম কর্মদিবস তাই প্রচণ্ড যানজট। গাড়িতে বসে অফিসের টুকটাক কাজ সারছি। এর মধ্যেই আমার এক বন্ধুর ফোন। ধরতেই বলল, ‘দোস্ত খবর শুনছ। কোনো ব্যাংকে বোলে টাকা নাই। আটটা ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে। আমি তো অল্প কিছু টাকা রাখছি ব্যাংকে। এখন কী করব?’ বন্ধুর টেলিফোন রাখতে না রাখতেই রংপুর থেকে ফোন করলেন এক আত্মীয়। বললেন, ‘ব্যাংকে নাকি টাকা নাই। মাত্র কিছু টাকা আছে ব্যাংকে। এটাই তো সারা জীবনের সম্বল। এখন কী করব।’ অফিসে যেতে যেতে এরকম আরও কয়েকজনের ফোন। সবাই উদ্বিগ্ন, আতঙ্কিত। আমার এক অনুজ একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তাকে ফোন করলাম আসলে ঘটনা কী জানার জন্য। তিনি তো হো হো করে হেসে উঠলেন। বললেন, ‘ভাই আপনিও কি এসব ফেসবুকের গুজবে বিশ্বাস করা শুরু করলেন? এসব ফালতু খবর একটা মহল ছড়াচ্ছে। কোনো ব্যাংকেই তারল্য সংকট নেই।’ তার কথায় আশ্বস্ত হলাম। তখনই মনে হলো ১৯৭৪ এর কথা। সে সময় একটি স্বনামধন্য পত্রিকায় ‘জাল জড়ানো বাসন্তী’র ছবি ছাপা হয়েছিল। বলা হয়েছিল বাসন্তীর কোনো কাপড় নেই। লজ্জা নিবারণের জন্য বাসন্তী জালে আব্রু ঢেকেছে। ওই খবর সে সময় হইচই ফেলেছিল। বঙ্গবন্ধু সরকারকে ঘায়েল করার জন্য সে সময়ই বাসন্তীর সাজানো নাটক ব্যবহার করা হয়েছিল। ’৭৫-এর ১৫ আগস্টের পর বাসন্তী বাসন্তী করে রাজনীতির মাঠে কত না অসত্য কুৎসিত আপত্তিকর কথাই ছড়ানো হলো। ’৮১-র ১৭ মে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। শেখ হাসিনাই বাসন্তী নিয়ে মিথ্যাচারের স্বরূপ উন্মোচন করেছিলেন। নিজে গিয়েছিলেন বাসন্তীর বাড়িতে। জানা গেল বাসন্তী একজন প্রতিবন্ধী। ওই ছবি ছিল বানোয়াট। আওয়ামী লীগ সরকার সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির জন্যই সে সময় বাসন্তীর ওই ছবি বানানো হয়েছিল। বাংলাদেশে অপসাংবাদিকতার ইতিহাস বাসন্তীর ছবি সম্ভবত সেরা দৃষ্টান্ত। বাসন্তীকে নিয়ে যারা সে সময় এ নোংরা খেলা খেলেছে তারা কেউই বাসন্তীর জন্য কিছুই করেনি। শেখ হাসিনাই বাসন্তীর জন্য ঘর বানিয়ে দিয়েছিলেন। ’৭৪-এ ফেসবুক, ইউটিউব ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। সংবাদপত্রে এক সাজানো ছবিই আওয়ামী লীগের অনেকটা সর্বনাশ করেছিল। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ। এসব সামাজিক যোগাযোগমাধ্যম যেন গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। সর্বশেষ গুজব হলো- ব্যাংকে টাকা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চোখ রাখলে মনে হবে, বাংলাদেশ বোধহয় দেউলিয়া হওয়ার পথে। সরকার পতনের দিনক্ষণও দেওয়া হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো এমন সব গুজব ছড়ানো হচ্ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। লক্ষণীয় ব্যাপার হলো, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এরপর এ নিয়ে বিরোধী নেতারা বক্তব্য রাখছেন। অবশেষে তা মূল ধারার গণমাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। আপনাকে অসত্য তথ্য বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে। ব্যাংকে টাকা নেই, এ গুজব ছড়ানোর আগেই গুজব ছড়ানো হলো আমাদের রিজার্ভে টাকা নেই। বাংলাদেশ দেউলিয়া হওয়ার পথে। ৪৮ বিলিয়ন ডলার ছিল বাংলাদেশের সর্বোচ্চ রিজার্ভ। এটি আমাদের একটা গর্ব করার বিষয় ছিল। কিন্তু করোনা মহামারি আর বৈশ্বিক সংকটের কারণে রিজার্ভ কমছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই রিজার্ভ কমছে বৈশ্বিক সংকটের কারণে। একটি দেশে যদি তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা মজুদ থাকে তাহলে সেটাকে নিরাপদ মনে করা হয়। বাংলাদেশে এখন যে নিট রিজার্ভ মজুদ আছে তা দিয়ে চার মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। তাই রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইএমএফের হিসাব অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে চীনে। অক্টোবরের শেষে দেশটির রিজার্ভ ছিল ৩০৫২ বিলিয়ন ডলার। অথচ জুলাইয়ে এ দেশটির রিজার্ভ ছিল ৪ হাজার বিলিয়ন ডলার। মাত্র তিন মাসে চীনের রিজার্ভ কমেছে প্রায় ১ হাজার বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে প্রথম ১০টি দেশের একটি ভারত। জুনের শেষে ভারতের রিজার্ভ ছিল ৫৯৯ বিলিয়ন ডলার। অক্টোবরের শেষে এসে তা কমে ৫২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হলো, বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্র রিজার্ভের দিক থেকে প্রথম ১০টি দেশের মধ্যে নেই। যুক্তরাষ্ট্রের রিজার্ভ ২৪২ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রা রিজার্ভের দিক থেকে যে দেশগুলো সংকটে আছে তার একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে- ‘বিশ্বে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে সংকটে থাকা দেশ শ্রীলঙ্কা। দেশ এখন দেউলিয়া প্রায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ‘শ্রীলঙ্কার পাশাপাশি লেবানন, রাশিয়া, সুরিনাম এবং জাম্বিয়া খেলাপি ঋণের দেশ। অতি সম্প্রতি বেলারুশও খেলাপির তালিকায় নাম লিখিয়েছে। এ মুহূর্তে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে যে দেশগুলো আছে তার একটি তালিকাও প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ওই তালিকায় যেসব দেশের নাম রয়েছে সেগুলো হলো- আর্জেন্টিনা, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তিউনিশিয়া এবং ইউক্রেন। পাঠক লক্ষ করুন এ তালিকায় বাংলাদেশ নেই। তাহলে বাংলাদেশকে দেউলিয়া বানানোর প্রাণান্ত চেষ্টা কেন? কিছুদিন আগে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেল। এ সফরের মধ্যেই গুজব ছড়ানো হলো যে, বাংলাদেশকে আইএমএফ ঋণ দিচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত এ গুজবকে লুফে নিলেন কিছু রাজনীতিবিদ। তারা একযোগে বাদ্য বাজাতে শুরু করলেন। এরপর দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম গুজবকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আদাজল খেয়ে মাঠে নামল। অর্থনীতিবিদ থেকে সদ্য রাজনীতিবিদ বনে যাওয়া এক দেবদূত যেন আইএমএফের মুখপাত্র হিসেবে আবির্ভূত হলেন। ঘোষণা করলেন ‘বাংলাদেশ ঋণ পাচ্ছে না।’ তার বক্তব্য যখন ডাহা মিথ্যা প্রমাণ হলো তখন কোনো গণমাধ্যম তাকে জিজ্ঞাসা করল না ‘আপনি এভাবে অসত্য তথ্য কীভাবে দিলেন’। সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার করলে আপনি জাতির বিবেক, সাহসী মানুষ। আর সত্য তুলে ধরলেই আপনি সরকারের দালাল। সবাই মিলে যেন বাংলাদেশকে পঙ্গু, বিবর্ণ, দেউলিয়া প্রমাণের বিরামহীন চেষ্টা। কিন্তু কেন? পুঁজিবাদী বিশ্বে বলা হয়, সবকিছুর মূলে বাজার এবং অর্থ। বিদেশে বসে যারা নিরন্তর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে তারা যে বিনে পয়সায় এসব করছে না তা বলাই বাহুল্য। তাদের নিয়মিতভাবে মাসোহারা দিয়ে পোষা হচ্ছে। এখন যে পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর পেছনেও লোভনীয় অর্থের হাতছানি আছে। বাংলাদেশকে ক্ষতবিক্ষত করতে কেন এত বিপুল অর্থ ব্যয় হচ্ছে? এর কারণ খুবই সহজ সরল এবং পরিষ্কার। রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্যই এসব গুজবকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজনৈতিক লক্ষ্য হলো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটানো। একটি রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে হটানোর একমাত্র গণতান্ত্রিক পথ হলো নির্বাচন। সেজন্য জনমত গঠন করতে হয়। ভোটে জনগণকে ঐক্যবদ্ধ করেই ক্ষমতাসীন দলকে পরাস্ত করতে হয়। ক্ষমতা থেকে নামাতে হয়। কিন্তু বাংলাদেশে সরকারকে ক্ষমতা থেকে হটাতে এখন ভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপ, অবিরত সরকারের বিরুদ্ধে অসত্য ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে হবে। এসব অপপ্রচার ‘ভাইরাল’ করতে হবে। দ্বিতীয় ধাপ, এ অপপ্রচারের সূত্র ধরে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো প্রচারণা করবে। ওই গুজবগুলোকে জায়েজ করবে। তৃতীয় ধাপ, বিরোধী দলের বক্তব্যের সূত্র ধরে মূল ধারার কিছু গণমাধ্যম সংকট, ব্যর্থতা ইত্যাদি নিয়ে ফলাও করে প্রচার করবে। চতুর্থ ধাপ, ক্ষমতার লোভে অস্থির কিছু সুশীল এ নিয়ে নিয়মিত টকশোতে গিয়ে কথা বলবেন, কলাম লিখবেন। পঞ্চম ধাপ, সবকিছু নিয়ে সরাসরি জনগণের কাছে গিয়ে অসত্য তথ্যগুলো বলা হবে। ষষ্ঠ ধাপ, কিছু কৃত্রিম সংকট সৃষ্টি করা হবে। সপ্তম ধাপ, দাতা দেশ, সংস্থা এবং পশ্চিমা দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করে সরকারকে চাপে ফেলা হবে। সাত ধাপ পেরোলেই সাফল্য- এটাই এখন বাংলাদেশের রাজনীতি। চতুর্থ ধাপ পর্যন্ত ঘটনা প্রবাহ দৃশ্যমান। কিন্তু পঞ্চম ধাপের ঘটনাগুলোকে আমরা উপেক্ষা করছি। কদিন আগে সৌদি আরব থেকে এক ব্যক্তি আমাকে ফোন করলেন। আমার লেখা পড়ে মাঝেমধ্যেই তিনি ফোন করেন। অনেক বিষয়ে পরামর্শ দেন। তিনি আমাকে বললেন, এখানে প্রবাসী ভাইদের কাছে বিএনপি-জামায়াতের লোকজন গিয়ে কথা বলছেন। তারা কঠিন পরিশ্রম করে দেশে পরিজনকে সুখে রাখার সংকল্পে দৃঢ় এ মানুষগুলোকে বিভ্রান্ত করছে।
তিনি বললেন, ‘প্রবাসীদের বলা হচ্ছে- ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো নিরাপদ না। আপনার টাকা মার যাবে। আপনি টাকা দেন, আমি হুন্ডি করে দিচ্ছি। তার মতে, সৌদি আরবে এখন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর হিড়িক পড়েছে। টাকা পাঠাতে সময় লাগছে ১০ মিনিট। একজন অভিবাসী ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েই ওই রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে ফোন করছেন। পরিবারের ঠিকানা বাংলাদেশে থাকা ব্যক্তিকে জানিয়ে দিচ্ছেন। বাংলাদেশের ওই ব্যক্তিটি টাকা নিয়ে চলে যাচ্ছেন প্রাপকের বাসায়। ফোনে সৌদি প্রবাসীকে তার পরিবারের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছেন। পরিবারের সদস্য টাকা বুঝে পাওয়ার কথা নিশ্চিত করতেই অপর প্রান্তের কর্মী বলছেন, ‘আলহামদুলিল্লাহ।’ এভাবেই সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে ‘হুন্ডি মিশন।’ আর এ কারণেই কাগজ-কলমে প্রবাসী আয় কমছে। টাকা আসছে অবৈধ পথে। শুধু কি বিদেশে? দেশে কী হচ্ছে? রবিবার সোমবার ব্যাংকে টাকা নেই বলে যে গুজব ছড়ানো হলো তার নেপথ্যেও বিএনপি এবং জামায়াতের নেতা-কর্মীরা। ঢাকার একজন বিএনপির পরিচিত নেতা তার ফেসবুকে লিখলেন- ‘ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলতে গেলাম। ব্যাংকে টাকা নেই…।’ এভাবে আমি পাঁচজন বিএনপি নেতার ফেসবুক স্ট্যাটাস দেখলাম। শব্দ আর টাকার অংকের হেরফের আছে কিন্তু মূল বক্তব্য একই। একজন বিএনপি নেতা তার বাড়িতে রীতিমতো কর্মিসভা করে বলেছেন- সবাই ব্যাংকে যাবে, যার যা টাকা আছে তুলে নেবে। এভাবে পরিকল্পিতভাবে ব্যাংকিং খাতকে একটা সংকটে ফেলার চেষ্টা চলছে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ত্বরিত পদক্ষেপের প্রশংসা করতেই হয়। গুজবকে পল্লবিত হতে দেয়নি বাংলাদেশ ব্যাংক। দ্রুত প্রেস বিজ্ঞপ্তি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করছে। এরকম পদক্ষেপ যদি ডলার নিয়ে সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক করতে পারত তাহলে দেশের ডলার পরিস্থিতি এত নাজুক হতো না। সেদিন একজন অর্থনীতিবিদ বলছিলেন, ডলার এখন শেয়ার মার্কেটের মতো ব্যবসায় পরিণত হয়েছে। অনেকে মুনাফার আশায় ডলার কিনে বাসায় রাখছে। এখানেও বিএনপি-জামায়াতের রাজনৈতিক কূটকৌশল। এ দুই দলের বিত্তবান নেতা-কর্মীরা বাজার থেকে মুড়িমুড়কি কেনার মতো ডলার কিনে মজুদ রেখেছেন। ওই অর্থনীতিবিদ বলছিলেন, পাসপোর্ট, বিদেশ যাওয়ার টিকিট এবং ভিসা ছাড়া এখন ডলার বিক্রি বন্ধ করা উচিত। একজন ব্যক্তি চাল, ডাল, আদা, লবণের মতো ডলার কিনবেন এটা কী করে হয়? এখন যে প্রবণতা চলছে তাতে বাজারকে স্থিতিশীল করার জন্য যত ডলারই ছাড়া হোক না কেন, সংকট কাটবে না। এখন একটি সংঘবদ্ধ রাজনৈতিক বাহিনী মাঠে নামানো হয়েছে। এদের কাজ হলো খোলাবাজার থেকে ডলার কিনে সংকট সৃষ্টি করা। এটা তাদের জন্য লাভজনক ব্যবসাও বটে। প্রশ্ন হলো, এত বিপুল ডলার কেনার টাকা বিএনপি বা জামায়াতের নেতা-কর্মীরা কোথায় পাচ্ছেন। এ প্রশ্নের উত্তর দিতে গেলে সাম্প্রতিক সময়ে বিএনপির মহাসমাবেশগুলোর বৈশিষ্ট্যগুলো খানিকটা খতিয়ে দেখা দরকার। সন্দেহ নেই, বিভিন্ন বিভাগীয় শহরে বিএনপি যে জনসভাগুলো করছে তাতে বিপুল জনসমাগম হচ্ছে। নেতা-কর্মীরা সেখানে যোগ দিচ্ছেন। প্রতিটি সমাবেশের আগে অযাচিতভাবে পরিবহন ধর্মঘটের নাটক করা হচ্ছে। এতে ক্ষমতাসীন দলের লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে। বিভিন্ন জেলা থেকে বিএনপির কর্মীরা দুই-তিন দিন আগেই সমাবেশ হবে যে শহরে সেখানে আসছেন। -এর ডিজিটাল প্ল্যাটফরমে ফরিদপুরের সমাবেশে কিছু কর্মীর সাক্ষাৎকার দেখছিলাম। সেখানে কর্মীরা বলছেন, তারা তিন দিন আগে সমাবেশে যোগ দিতে এসেছেন। তাদের আসা-যাওয়া, থাকা-খাওয়ার খরচ কে দিচ্ছে? দল দিচ্ছে। আগের দিন সমাবেশস্থলে রীতিমতো পিকনিকের উৎসব। বিরিয়ানি, তেহারি, খিচুড়ি রান্নার লোভনীয় দৃশ্য আমরা প্রত্যক্ষ করছি। সাধারণভাবে হিসাব করলে দেখা যায়, একেকটি সমাবেশে ১০ থেকে ১৫ কোটি টাকা খরচ হচ্ছে। এত টাকা বিএনপি পাচ্ছে কোত্থকে? গত ২৮ জুলাই বিএনপি তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এতে দেখা যায়, গত বছর দলটির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। দলের সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং এফডিআরের লভ্যাংশ থেকে এ টাকা আয় হয়েছে বলে হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে। একই সময় দলটির ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। কর্মচারীদের বেতন-বোনাস, ক্রোড়পত্র বিল, অফিস খরচসহ বিভিন্ন খাতে এ ব্যয় হয়েছে বলে বিএনপির দাখিলকৃত হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে। বিএনপির আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী দলটি ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ কোটি টাকার ঋণে জর্জরিত। বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে বলে দলটির নেতারা প্রতিদিন গলা ফাটিয়ে বক্তৃতা দেন, সেই দলটির অবস্থাই আসলে শ্রীলঙ্কার মতো। কাগজ-কলমে দায়দেনাগ্রস্ত একটি রাজনৈতিক দল সপ্তাহে ১০-১৫ কোটি টাকা হাওয়ায় উড়াচ্ছে কীভাবে? বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক একনায়ক জিয়াউর রহমান বলেছিলেন, ‘মানি ইজ নো প্রবলেম।’ ক্যান্টনমেন্টে বসে সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় জিয়া বিএনপি গঠন করেছিলেন। টাকা দিয়ে অন্য দলের লোক ভাগিয়ে এনেছিলেন। দল গঠনের জন্য ব্যবসায়ী, শিল্পপতিদের হুমকি দিয়ে চাঁদা নিতেন এমন অভিযোগ লিখে গেছেন প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। আওয়ামী লীগকে নিঃশেষ করতে এবং বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তিনি বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম।’ বিএনপির রাজনীতির মূলমন্ত্র এটি। এখন আবার ‘মানি ইজ নো প্রবলেম’ তত্ত্বের বাস্তব প্রয়োগ দেখছে বাংলাদেশ। টাকা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে বিএনপি-জামায়াত। লবিস্ট নিয়োগ করে সরকারকে চাপে ফেলা হয়েছে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল গত বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। একটু কান পাতলেই বিএনপি নেতাদের চাপা উল্লাসের কথা শোনা যায়। ওই দিন নাকি বাংলাদেশের ওপর আরেকটি বড় নিষেধাজ্ঞা আসছে। এ নিষেধাজ্ঞা গত বছরের নিষেধাজ্ঞার চেয়েও ভয়ঙ্কর হবে। বাংলাদেশ স্তম্ভিত হবে এমন কথাও শুনি। ১০ ডিসেম্বরের সভা সমাবেশ নিয়ে নয়, আসন্ন নিষেধাজ্ঞা নিয়েই বিএনপি খুশিতে বাকবাকুম করছে। টাকা নাকি কথা বলে। এখন তো তার সত্যতাও দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখন বিএনপি নেতাদের ভাষায় কথা বলছেন। সরকারকে হটাতে বিএনপি টাকার বন্যা বইয়ে দিচ্ছে। মানি ইজ নো প্রবলেম। কিন্তু টাকাটা আসছে কোত্থেকে? কদিন আগে শুনলাম আওয়ামী লীগের নেতা বলছেন, ‘ব্যবসায়ীদের ভয়ভীতি হুমকি দিয়ে মোটা অংকের টাকা নিচ্ছে বিএনপি নেতারা।’ ব্যবসায়ীরা কি নাদান শিশু। তাদের ভয় দেখাল আর কোটি কোটি টাকা বের করে দিলেন। ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এমন ধারণার সঙ্গে আমি একমত নই। কিছু কিছু ব্যবসায়ী এখন বিএনপিপ্রেমিক হয়ে উঠেছেন। ২০০১ সালের অক্টোবরে নির্বাচনের পর ‘হাওয়া ভবন’ কেন্দ্রীয় ব্যবসায়িক সিন্ডিকেট গড়ে উঠেছিল। এসব ব্যবসায়ী তখন ফুলেফেঁপে উঠেছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা প্রায় সবাই রাতারাতি আওয়ামী লীগ হয়ে যান। হাওয়া ভবনের সম্পৃক্ততা থাকার অভিযোগে প্রয়াত সৈয়দ আশরাফ যে প্রতিষ্ঠানকে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন; ভোজবাজির মতো সেই ফ্লাইওভার অনুমোদন পান হাওয়া ভবন ঘনিষ্ঠ সেই ব্যবসায়ী। শুধু তাই নয়, রাজকন্যার সঙ্গে অর্ধেক রাজত্বের মতো পায় পাওয়ার প্ল্যান্ট, আরও নানা ব্যবসা। তারা এখন কী করছেন? একসঙ্গে অনেক ব্যাংকের মালিকানা পাওয়া প্রতিষ্ঠানটির বিনিয়োগ কোথায়? দেশে না বিদেশে? এ খবর কে রাখে। অনেক ব্যবসায়ী গ্রুপ এখন দিনে আওয়ামী লীগের সমর্থক সেজে পাঁচতারকা হোটেলে মন্ত্রীদের সঙ্গে ফটোসেশন করছেন। রাতে বিএনপির প্রবাসী যুবরাজের জন্য নজরানা পাঠাচ্ছেন। এমন অভিযোগ বিভিন্ন আলোচনাতেই শোনা যায়। গার্মেন্টের নামে ওভার ইন ভয়েসিং করে হাজার কোটি পাচার করে যারা ১ কোটি টাকা অনুদানের চেক নিয়ে গদগদ করতে করতে সরকারের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন, গভীর রাতে তাদের গোপন ফোনে দূর দেশে কার সঙ্গে কথা হয়? আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বিএনপির মনোরঞ্জনে ব্যস্ত ব্যবসায়ীদের খবর কি সরকার জানে না? ব্যবসায়ীদের একটি অংশ এখন দুই নৌকায় পা দিয়ে চলছেন। জ্বালানি সংকটে রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে বলে আর্তনাদ করতে করতে বিএনপিকে সচল রাখার জ্বালানিতে সরবরাহ করছেন বেশ কিছু ব্যবসায়ী। এদের সম্পর্কে খোঁজখবর কি নেওয়া হচ্ছে? সরকারকে নয় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে যারা ‘মানি ইজ নো প্রবলেম’ তত্ত্ব আবার রাজনীতিতে পুনর্বাসিত করছে তারা রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকর। ধ্বংসের উন্মত্ত রাজনীতিতে অবৈধ টাকার অবাধ প্রবাহ বন্ধ না করলে সামনে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেতে বাধ্য।
লেখক : নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত।
[email protected] সূএ: বাংলাদেশ প্রতিদিন