রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের ১২ ঘণ্টা পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
এর আগে রবিবার সকালে মাঠে পুলিশের উপস্থিতিতে তেঁতুলতলা মাঠে নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে নির্মাণকাজের প্রতিবাদ জানাচ্ছিলেন। এর মধ্যেই সৈয়দা রত্না ও তার ছেলেকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়।
কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই মো. শামীম জানান, তাদের দুইজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি কাজে তারা আর বাধা দিবেন না এই মর্মে অঙ্গীকার করেছেন তারা।