সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নানা কবরের পাশে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র মোহাম্মদ সামীউল করিম সামীরকে (১১)। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলার চাঁনপুর ইউনিয়নের খোন্তকালী গ্রামের বাসিন্দা প্রয়াত নানা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে জানাজা শেষে দাফন করা হয়। শামীর মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রেজাউল করীম শামীমের ছেলে। তার মা রেশমা করিম বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জানাজায় অংশ নেয়া মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিলন চৌধুরী পরিবারের বরাতে বলেন, তার মা রেশমা করিম নানার প্রতিষ্ঠিত স্কুলে সহকারী শিক্ষিকা। গত রবিবার মায়ের সাথে ঢাকা গিয়েছে সামীর। বাবা রেজাউল করিম শামীমের সামনে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে সে। দুই সন্তানের মধ্যে সামীর ছোট।
মিলন চৌধুরী বলেন, সামীরকে স্কুল থেকে আনার জন্য বাবা শামীম গেটে অবস্থান করছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। বাবা ছেলেকে রক্ষার চেষ্টায় টেনে বের করেছিলো। কিন্তু আগুনে ঝলসে গিয়েছে। চেনার কোন উপায় ছিলো না। তাই কাউকে লাশ দেখানো হয়নি। বাবার কাঁধে একমাত্র ছেলের লাশ বহন করার কষ্ট কোন ভাষায় প্রকাশ করা যায় না।
তিনি জানান, জানাজায় হাজারো মানুষ অংশ নিয়েছে। পরে নানার কবরের পাশে দাফন করা হয়েছে সামীরকে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা ও মা বাকরুদ্ধ। মা অসুস্থ হয়ে পড়েছে।