সৈয়দা সনিয়া আখতার অনন্যা:
নারী তুমি সর্বদা শ্রেয়া পুরো জগৎ ময়
আলোকিত করো তুমি সংসার-
তুমি বিহীন পূর্ণতা পায়না মাতৃ পরিচয়
রীতিতে তুমি “মা” জাতি সবার।
এই ধরাতলে যা কল্যাণকর তাতে তুমি
রয়েছো পুরো অর্ধেক দাবিদার-
তোমার জঠরে জন্ম নিয়েছিলাম আমি
মুখ দেখিয়েছো সুন্দর দুনিয়ার।
নারী জাতি তুমি বিনে হয়না মিল বন্ধন
তোমারি সকাসে সুন্দর ধরাতল-
তোমার ছোঁয়াতে সজ্জিত হয়েছে ভুবন
গর্বিত আমাদের মায়ের আঁচল।
তোমার কোলে জন্মেছি বলে গর্ব মোর
করি তাই তোমায় সর্বদা সন্মান-
আচরনে আবরনে করিওনা তুমি ঘোর
সকল কর্মে রেখো তুমি অবদান।
তোমার আঁচল তলে মমতার মিষ্ট রাশি
লালন সুখের আছে সচল ছায়া-
তোমাতে আছে প্রেমের মহত্ব দিবানিশি
প্রিয়তমার বেশে সীমাহীন মায়া।
জীবন সুখে হাসি কান্না আনন্দ মমতায়
সব কিছুতে রয় তোমার বিচরন-
তাই বলি-বলিষ্ঠ হও নারী কর্ম দক্ষতায়
নম্র ভদ্র হয় যেন নারী আচরন।।